নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মিথ্যা কখনো চাপা থাকেনা,\nসত্যের জয় হবে নিশ্চয়\"।

আরজে আজিজুর

আসসালামু আলাইকুম: Md. Azizur Rahman who always ready To Die For Islam For ALLAH For Noor Ea Mujassam Profeth Muhammad Mustafa Sallauhu Alaihiwsallam.

আরজে আজিজুর › বিস্তারিত পোস্টঃ

_____বৃষ্টির একাল সেকাল_____

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫২


আজকে সকাল থেকেই টুপটুপ করে বৃষ্টিপড়ছে। অন্যান্য দিনের চেয়ে আজকের আবহাওয়া অন্যরকম। তারচেয়ে আজকের বৃষ্টিটাও অন্যরকম।
"
"
....................ঝিরি ঝিরি করে বৃষ্টি
পড়ছে। অন্যদিন বৃষ্টির সাথে ধমকা
বাতাস বয়ে বেড়ায় আজ সেটা হচ্ছেনা। কেন যেন আজকে ইচ্ছে হলো বৃষ্টিতে ভিজতে তাই ভিজতেছি । রিমঝিম বৃষ্টি আমাকে যখন ছুয়ে যাই তখন আমি আর আমি থাকিনা আমি হয়ে যাই ছোট এক অবুজ শিশু। আমাকে মনে করিয়ে দেয় সেই ফেলে আসা দিনগুলোর কথা যেখানে আমি ছোট ছেলে সিহাব।
"
ছোটতে যখন বৃষ্টি হত আমি তখন বৃষ্টিতে পিচ্চি ছেলেদের সাথে ভিজতাম, ফুটবল খেলতাম, দৌড় দিয়ে মাটিতে পিচ্ছিল দিতাম এবং তাদের সাথে কাঁদা ছুড়াছুড়ি করতাম কতই না মজা হত। পিচ্ছিল দিবার সময় মাটিতে বসে যেতাম বলে প্যাণ্ট ছিড়ে যেতো।
"
তখন লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকতাম কিন্তু মা আমাকে দেখে নিলে অনেক বকাবকি করত, মারতো কিন্তু বাবা থাকলে আমাকে মার সামনে থেকে আড়ালে নিয়ে চলে যেত এবং কাছে নিয়ে বলত বাবা বৃষ্টিতে ভিজতে নেই জ্বর হবে। মা আমাদের কাছে চলে আসত এবং মা বাবাকে বলত তোমার কারনে ছেলেটা দিন দিন একটা বাদর তৈরি হচ্ছে, আমাকে কেন্দ্র করে তারা ঝগড়া করতে থাকত। আমি তখন বলতাম আর বৃষ্টি ভিজবোনা প্রমিশ।এই কথা শুনে তখন তারা শান্ত হত।
"
অবুঝ মন,
আবার যখন বৃষ্টি হত তখন মা বাবার চোখে ফাকি দিয়ে বৃষ্টিতে ভিজতাম, খেলা করতাম। যখন স্কুলে পড়তাম তখন বৃষ্টি হলে ক্লাশ বাদ দিয়ে বৃষ্টিতে ভিজতাম, স্কুলের বন্ধুদের নিয়ে ফুটবল খেলতাম এবং আর কত কি করতাম। তার পড়াদিন স্কুলে হেডমাষ্টার আমাদেরকে সবার সামনে ডেকে বকা দিত, মারতো, কান ধরাতো ইত্যাদি নানা ভাবে শাস্তি দিত। তখন অনেক রাগ/ক্ষোব হত। আবার যখন বৃষ্টি হত ফের চলে যেতাম। সে সময় মনকে ধড়ে রাখতে পারতামনা।
"
"
মা আমাকে বৃষ্টিতে ভিজা শরিরে দেখলে বকাদিত & তাড়াতাড়ি মাথা মুছে দিত। আমের সময় ঝড় বৃিষ্ট হলে মা আমাকে বাগানে যেতে দিতনা বলত বিজলী পরবে গাছের ডাল ভেঙ্গে পরবে, তাও জোর করে যাওয়ার চেষ্টা করতাম কোন দিন যেতে পারতাম আর কোন দিন যেতে পারতাম না। বৃষ্টির দিনে আমি যতখন বাইরে থাকতাম ততখন মা আমাকে নিয়ে চিন্তা করত কে জানে কথায় আছে কি করতেছে । বৃষ্টিতে ভিজে যখন আমার জ্বর হত তখন মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করত যেন আমি তারাতারি সুস্থ হয়ে যাই, মা সারা রাত আমার পাশে জেগে থাকতো, মা মাঝে মাঝে আমার কপালে জল পট্টি দিত এবং মাথাই পানি ঢেলে দিত আর কত কি করত। বৃষ্টিতে যখন সবাই ভিজতাম তখন একসাথে একটা ছড়া বলতাম;
"আই বৃষ্টি ঝেপ্পে
ধান দিব মেপ্পে
লেবুর পাতা করমচা
যা বৃষ্টি ঝড়ে যা"
"
"
বর্তমান সময় এখনও বৃষ্টি হয়, ঝড় হয়। বৃষ্টিতে ভিজি, ফুটবল খেলি, বন্ধুদের সাথে কত দুষ্টামি করি। যখন বৃষ্টিতে ভিজি তখন ছোট কালের স্মৃতি মনে পরে, তখন নিজেকে প্রশ্ন করি: কই এখন কেউ তো বলেনা বাবা সিহাব বৃষ্টিতে ভিজোনা অসুখ হবে,কেউ তো আমাকে বকাবকি করেনা, কেউ তো আমার মাথা মুছে দেয় না। আমি কলেজে ঠিকমত ক্লাশ করিনা বিষেশ করে বৃষ্টির দিনে, কই তখন তো আমাই কেউ কিছু বলে না, কেন বলে না? আমার জ্বর হলে আমার পাশে তো আর মাকে পাইনা। কেন পাশে পাইনা????আমি কি বড় হয়ে ভুল করেছি?
"
"
আমি আর দেখতে /শুনতে পাইনা আমার জন্য মা বাবা মধ্যে ঝগড়া,পাইনা আমি মা- আর বকানি, পাইনা বাবা আদর।
"I miss you Mother & Father"
"
"
"মা- বাবা আমি চাইনা বড় হত আমি তোমাদের কাছে ছোট শিশু সিহাব হয়ে থাকতে চাই"
★বয়স যত বাড়ছে,
দুরত্বও তত বাড়ছে★
Writer:- Azizur Rahman

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.