| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগী ব্লগাররা এবার সহিংস রুপে আবির্ভুত হয়েছে ।
আজ বিকালে তারা লাঠি মিছিল বের করেছে....২০০৬ সালে এই ব্লগারদের নেতাদের কেউ কেউ লগি হাতে গনতন্ত্র রক্ষার আন্দোলনে মানুষ খুন করেছিল পিটিয়ে, তাতে তাদের অহিংস রুপের পরিবর্তন হয়নি । গত ৬ এপ্রিল হেফাজত কর্মীদের উপর হামলা করেছিল...তাতে ও তারা অহিংস থেকেছে ...
তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়ের মধ্যে বসে গান-বাজনা শুনা যায় ঘন্টার ঘন্টার পর ঘন্টা, কেননা গান-নাচের বিরতিতে শাহী খাবার আসবে আর মিডিয়া ফোকাস তো ফ্রি ।।
এভাবে অহিংস থাকা যায় ।
যদিও শাহবাগীদের গুরুদের সহিংস আন্দোলনের ইতিহাস যেমন পুরাতন তেমনি শক্তিশালী ।
শাহবাগীরা সবচেয়ে যে বিষয়টা ঘুলিয়ে পেলেছে তা হলো ইসলামকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাড় করিয়ে দেয়া .... আজ তার খেসারত তাদের যেমন দিতে হচ্ছে, ভবিষ্যতে ও দিতে হবে ।
মূলত বাম দলগুলোর তাত্বিক পথে যে এই দেশের মানুষের সমর্থন নেই তা বুঝা যায় বামদের আন্দোলনে মানুষের উপস্থিতি দেখে (এই বামরাই কিন্তু শাহবাগ আন্দোলনের নেতৃত্বে)। আমি নিজে বিশ্ববিদ্যালয় জীবনে অনেক বাম আন্দোলনকে হাত তালি দিয়ে বাহবা দিয়েছি, কিন্তু অংশগ্রহন করেনি ..এর কারন এই নয় যে তাদের দাবির সাথে আমি একমত নই, বরং আমি তাদের তত্বের সাথে একমত নই ।
বিশ্ববিদ্যালয় জীবনের শ্রেষ্ঠ বন্ধু অমিত (এখনও সেই আমার সেরা বন্ধু)- বাম ছাত্র সংগঠনের বড় নেতা, ছাত্র মৈত্রীর তানভীর ভাইকে আমি বড় ভাইয়ের মত সম্মান করি তবু বলবো তাত্বিকভাবে সমাজতন্ত্র যেমন ব্যার্থ তেমনি অসাড় ।
শাহবাগীদের বুঝতে হবে ইসলামের বিপক্ষে গিয়ে এখানে আলোচনায় থাকা যাবে কিন্তু মানুষের হৃদয় অর্জন করা যাবেনা এবং আন্দোলনে সফলতা ও লাভ করা যাবেনা ।
সম্ভবত শাহবাগ নতুন করে গান-বাজনায় মগ্ন মুসলিম তরুনদের একটি মোক্ষম আঘাত করতে পেরেছে যার কারনে আমিও সেদিন ছিলাম রাজপথে .... মারহাবা শাহবাগ.... এদেশের সকল আজাদী আন্দোলন কোন কোন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাথে জড়িত ছিল.. আছে এবং খাকবে ...
এক নতুন বসন্ত আসছে ....
শাহবাগ জাগিয়ে দিয়েছে ঘুণে ধরা এই মুসলিম তরুনদের-- আমাদের , যারা বুকে বিশ্বাস, মুখে কলেমা নিয়ে দেশ গডার প্রত্যয়ে পথ চলি অবিরাম...
২|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
রানার ব্লগ বলেছেন: একদা নুরা চুরা নামে এক কূখ্যাত চুরা খাদে পরিয়াছিলো। খাদে পরিয়াই সে চিৎকার জুরিয়া দিলো - ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও, আমাকে টানিয়া তুলো। চারিদিক হইতে লোকেরা ছুটিয়া আসিয়া দড়ি ফালাইয়া নুরা চুরাকে টানিয়া তুলিলো। তুলিবার পরে নুরা চুরাকে দেখিয়া লোকেরা হাহাকার করিয়া উঠিলো, সুধাইলো এই ব্যাটা চুর, তোর সাথে ইসলামের কি সম্পর্ক? নুরা চুরা কহিলো- আমার নাম নুরুল ইসলাম। চুরাকে বাঁচাও বলিলে তো কেহই আসিতোনা, তাই ইসলাম বাঁচাও বলিয়া ডাক পারিয়াছি।
রাজাকারকে, যুদ্ধাপরাধীকে, জামাতকে বাঁচাইতে হইবে এই ডাক পারিলে কেহই রাজাকারকে ফাঁসির দড়ি থেইকা বাঁচাইতে আসিবেনা। এই কারনে আজকে দেশে ইসলাম বাঁচাইবার রব উঠিয়াছে, এই রবে জামাতের রাজাকারের বাঁচিয়া যাইবার স্বপ্ন দেখিতেছে, উহাদের যুক্তি হইতেছে যে যেহেতু উহাদের নাম 'জামাত ইসলাম' তাই উহারা জামাতের বিপদে 'ইসলাম বাঁচাও' রব তুলিবার অধিকার রাখে।
৩|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
নায়করাজ বলেছেন: ইসলামের নাম দিয়া পুরাই মিথ্যাচার করে গেলেন।
এই দেশে অহিংস থেকে মার খাওয়া ছাড়া তো কোন পথ নাই। সহিংস না হলে প্রতিপক্ষ দাম দেয় না। জামাতের বি-টিম হেফাজতে ইসলামকে মাইর দেয়া ছাড়া কোন পথ নাই।
গণজাগরণ মঞ্চ কখনই ধর্মের বিরুদ্ধে কিছু বলেনি। তারা যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছে। বার বার এ কথা গণজাগরণ মঞ্চ থেকে বলা হচ্ছে।
তাদের ছয় দফা দাবিতে কোন ধর্ম বিরোধী কথা নেই। এই দেখেন ৬ দফা :
১) ঘাতক জামাত শিবিরের হামলায় রাজীব হায়দার, জাফর মুন্সী, বাহাদুর মিয়া, কিশোর রাসেল মাহমুদ হত্যাকান্ডে জড়িতদের আগামী ৭দিনের মধ্যে গ্রেফতার করতে হবে।
২) ২৬ শে মার্চের পূর্বে স্বাধীনতা বিরোধী ঘাতক সন্ত্রাসী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে যুদ্ধাপরাধ ও গণহত্যায় নেতৃত্বদানকারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সুশোধনী আইনের অধীনে অভিযোগ গঠন এবং নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে।
৩) অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠনগুলোর আর্থিক উৎস, যেসব উৎস থেকে সকল প্রকার জঙ্গিবাদী, এবং দেশবিরোধী তৎপরতার আর্থিক জোগান দেয়া হয়, সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।
৪) যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া গতিশীল ও অব্যহত রাখতে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালকে স্থায়ী রূপ দিতে হবে।
৫) গণমানুষের নিরাপত্তার স্বার্থে জামায়াত-শিবিরের সন্ত্রাস ও তান্ডব বন্ধে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ অভিযান পরিচালনা করে সকল সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ গোপন আস্তানা সমূহ উৎখাত করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এদের ভয়ংকর রূপ প্রকাশ করে দিতে হবে।
৬) যুদ্ধাপরাধীদের রক্ষক এবং হত্যা ও সাম্প্রদায়িক উসকানিদাতা গণমাধ্যমগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
পারলে এখান থেকে একটি শব্দ বের করেন, যেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে। জামায়াতের বি-টিএম যে হেফাজত সেটা এখন সবাই জানে।
যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নাই।
গণজাগরণ মঞ্চ শুরু হওয়ার পর এটাকে বিতর্কিত করার জন্য মাহমুদুর রহমান তার আমার দেশ পত্রিকার মাধ্যমে ব্লগারদের নাস্তিক হিসেবে পরিচয় করিয়ে দেয়ার জন্য বেছে বেছে কয়েক জন ব্লগারের ব্যক্তিগত লেখা পত্রিকায় প্রকাশ করে। সে এটা করেছে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য।
শাহবাগে কি নাস্তিক ব্লগার ছাড়া আর কেউ যায় নি ? লাখ লাখ মুসলমান যায় নি ? হিন্দু যায় নি ? খ্রিস্টান যায় নি ? বৌদ্ধ যায় নি ?
যুদ্ধাপরাধ বিচারের সঙ্গে ধর্ম বিশ্বাসের কোন সম্পর্ক আছে কি ? অবশ্যই নাই। এটাকে জোর করে সম্পর্কযুক্ত করা হচ্ছে। কারণ এটা সম্পর্কযুক্ত করলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। তাই হয়েছে, সাধারণ মানুষ এখন বিভ্রান্ত।
১৯৭১ সালেও মুক্তিযোদ্ধাদের নাস্তিক এবং হিন্দুস্তানের দালাল বলত রাজাকার জামায়াতের নেতারা। তাদের এই কৌশল পুরোনো এবং কার্যকরী।
এখন আপনি বিভ্রান্ত হবেন কি না সেটা আপনার ব্যাপার।
এখানে দেখেন :
Click This Link
Click This Link
Click This Link
জামাত শিবির যখন তাণ্ডব চালায়, তখন কি ইসলামের ক্ষতি হয় না ?
৪|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: শাহবাগের ছাগলগুলার দিন বুঝি শেষ হয়ে এলো। পুলিশ প্রহরায় আর কতদিন????
৫|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮
আশিকুর রহমান ১ বলেছেন: উপরে টিনের চশমা পড়ে সমাজতন্ত্রের স্বপ্নদেখা কিছু হনুকে দেখা যাচ্ছে।
৬|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯
বলশেভিক বলেছেন: ভাড়তের সেবাদাসরা এসে গেছে।চারিদিক আজ শাহবাগি মুরগিদের পকপকানিতে ভাড়পুড়।
৭|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
লিঙ্কনহুসাইন বলেছেন: লাঠি আপনার পুটু দিয়ে দিবে , তাই লাঠি মিছিল করছে
৮|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
অগ্নি সারথি বলেছেন: পুস্ট স্টিকি করা হউক।
৯|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: valo likhechen...........
১০|
১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
সময়ের গল্প বলেছেন: সবাইকে ধন্যবাদ, সাপোর্ট দেয়ার জন্য ।
যারা সমালোচনা করেছেন তাদের ও মোবারকবাদ
যারা গালি ছাড়া কথা বলতে পারেন না, তাদের বলবো এইভাবে কথা বলেই আপনারা এই দেশে মধ্যবর্তী ধারার রাজনীতি কে রুদ্ধ করেছেন । জামাত-শিবিরকে যতটা শক্তি দিয়ে মোকাবিলা করেছেন তার চেয়ে আদর্শগত ভাবে কম মোকাবিলা করা হয়েছে ।
আর শাহবাগীরা যে সরকারী সাপোর্ট পাওয়া সত্বেও জনসম্পৃক্ততায় ব্যার্থ তা চোখ খোলা রাখলেই বুঝা যায়
১১|
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
রানার ব্লগ বলেছেন: বলশেভিক @ আপনি পদা নাকি
১২|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
আশফাক সুমন বলেছেন: শাহ বাগ এখন ভাঙ্গা হাঁট .।
এটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা বোকামি
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭
রানার ব্লগ বলেছেন: কয় নম্বর ছাগল আপনি, আগামি করবানি প্রজন্ত কত টুকু চর্বি বারবিজানাবেন, আমি ভাল খাশির বিরানি বানাতে পারি। কাচ্চি কাচ্চি খাব ।