নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের গল্প

সময়ের গল্প

সময়ের গল্প › বিস্তারিত পোস্টঃ

মিথ ও ইতিহাসের দায়

০৯ ই মে, ২০১৩ রাত ১২:৫৯

গত সোমবার প্রথম বেলায় মতিঝিলে কী ঘটেছিল তা নিয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিভিন্ন মিথ। কেন সরকার সে রাতে ঘুমন্ত-নিরস্ত্র মানুষগুলোর ওপর গুলি চালিয়েছিল? কিভাবে গণহত্যা চালিয়ে, লাশ গুম করে, মিডিয়া ব্লাক আউট করে মতিঝিল দখল করেছিল?



ইতিহাস একদিন এর উত্তর দেবে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে আমরা বলি কালো রাত, ইতিহাস ৫ মে রাতকেও কালো রাত বলবে।



বিদেশী গণমাধ্যমগুলোর মতে সে রাতে মতিঝিলে অবস্থান করছিল কমপক্ষে ২ লাখ লোক। প্রকৃতপক্ষে এই সংখ্যা ২০-৩০ লাখ হবে বলে দাবি করেছেন সে কালো রাতের অভিযানে বেঁচে যাওয়া মানুষরা, যারা সারা জীবন বয়ে বেড়াবে গ্লানির এক জীবন। নিশ্চিতভাবে তারা বিশ্বাস করবে এই দেশের উচু শ্রেণীর মানুষের কাছে তারা হচ্ছে ভিন্নমতের (অমানুষ)। আর ভিন্নমত দমনে সরকারের নগ্নতা পাক সরকারকেও হার মানিয়েছে।



আমি তখন নিউজ রুমে, প্রতিমুহুর্ত সরকারের প্রস্তুতি নিয়ে খবর আসছিল। ভাবছিলাম, শাহবাগের তুলনায় হেফাজতের সমর্থক ২০-৩০ গুণ বেশি হওয়া সত্বেও সরকার শাহবাগীদের যে নিরাপত্তা দিয়েছিলো তা হেফাজতকে কেনো দিলো না। উত্তর সম্ভবত ‌’রাজনীতি’।



শাহবাগ যেখানে সরকার ও বিচার বিভাগের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছিল, মতিঝিল তা করেনি। তারপরও কেন? উত্তর: ৪৭-৭১ পর্যন্ত ৭ পর্যায়ের কোথাও সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি না থাকলেও যেমন ৭২ সংবিধান সেটা সংযুক্ত করা হয়েছিল, সে একই কারণ এখানে প্রযোজ্য ।



সরকার ভিন্নমতের দুটি গণমাধ্যমকে বন্ধ করে দিয়েছে সেই কালো রাতে। রাস্তার সোডিয়াম বাতিগুলো ছিল নেভানো। সরকারপন্থী দুটি টিভি চ্যানেল ‘সময়’ ও ’চ্যানেল ২৪’এর লাইভ টেলিকাস্ট বন্ধ করে ১০ হাজার সদস্যের সশস্ত্র বাহিনী দিয়ে সরকার ১৫ মিনিটে ২০-৩০ লাখ লোক হটাতে কত হাজারকে হত্যা করেছিল?



একটু চিন্তা করুন, এবার আরো তথ্য সংযুক্ত করুন আপনার চিন্তায়। সরকারের প্রস্তুতি ছিলো এমন — প্রথমে সশস্ত্র বাহিনী, তারপর দমকল, তারপর লাশ সংগ্রহের জন্য সিটি কর্পোরেশনের ট্রাক। বাহ! সব মিলিয়ে ২-৩ ঘন্টার সফল হত্যাকাণ্ড।

অতঃপর মুখপাত্র হানিফের বক্তব্য: মতিঝিলে কোনো হতাহত হয়নি। কোনো অস্ত্র ব্যবহার হয়নি।

এবার চাওয়া হচ্ছে আপনার কাছে প্রমাণ। দেখান কী হয়েছিল?



বাহ বা, বাহ যদি গণহত্যা না চালাবেন, তবে এই আয়োজন কেন? কেন ঘুমন্ত-নিরস্ত্র মানুষের ওপর রাতের আধারে, গণ মাধ্যমকে সরিয়ে এই আক্রমণ? আর এজন্য এই গণহত্যা হয়ে দাড়াচ্ছে মিথ। হয়তো সংখ্যাটি ২০-২২ জন থেকে ১-২ লাখ হয়ে যাবে ।



১৯৭১ এ কত লোক মারা গিয়েছিল? এই সংখ্যা নিয়ে এখনও ব্যাপক গবেষণা হয়নি। ফলে মিথ হয়ে আছে এবং আমরা এই মিথকে আকড়ে থাকতেই পছন্দ করছি। ৫ মে ঘটনা হয়তো একাত্তরকে ছাড়িয়ে যাবে।



তবে সবচেয়ে কষ্ট হয় মানবাধিকারের রক্ষক নামধারী যখন সুলতানা কামালরা এই দেশের এই নীরিহ মানুষগুলোর মৃত্যুতে নির্লিপ্ত থাকে। তবে ইতিহাস কি এর দায় মেটাবেনা? সুলতানা কামালদের উত্তরসূরীদের কাছে প্রশ্ন।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ রাত ১:০৬

মুহসিন বলেছেন: অন্ধকার না করে লাইভ টিভির সামনে অভিযান চালালেই এতো প্রশ্নের জন্ম হতোনা।

হানাহানির রাজনীতি পরিহার করে আমরা বড় দুই দল এবং সমর্থক দলসমূহকে কি প্রস্তাব দিতে পারিনা একটা অনাক্রমণ চুক্তি করতে এইসব পোড়ামাটি নীতির পরিবর্তে? তাহলে পাঁচ বছর পরপর দুপক্ষই পালাবদল করে ক্ষমতায় থাকবে এবং সরকার ও বিরোধীদল হরতাল ধ্বংসযজ্ঞ গোলাগুলি আর পরবর্তীতে ক্ষয়ক্ষতির পক্ষবিপক্ষ সংখ্যাতত্বের কচকচানি বন্ধ করে পরস্পর সহযোগিতায় জনকল্যাণমূলক কাজ করে জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

২| ০৯ ই মে, ২০১৩ রাত ১:০৯

আকাশপানে বলেছেন: আমি অবাক হলাম। এক, হাজার বড় কথা নয়, পুলিশ কেন গুলি চালাবে!!
আর ও অবাক হই যখন মিডিয়াগুলি মরা আত্নার সাথে বেঈমানি করছে।
এর দায় আওয়ামীলীগ এড়াতে পারলেও বেনাজির সহ কিছু লোকের খবর আছে সেটা আজ অথবা কাল।
কময় অবশ্যই কথা বলবে এবং সেটা নিষ্ঠুর হলেই ভালো হবে মনে করি।

৩| ০৯ ই মে, ২০১৩ রাত ১:১৩

পুংটা বলেছেন: একজন শহীদের আত্মকাহিনী

৪| ০৯ ই মে, ২০১৩ রাত ১:১৪

সাধারণ মুসলমান বলেছেন: কেন কেন কেন এই নিরস্ত্র মানুষদের মারা হল। কোনভাবেই কোনভাবেই কোনভাবেই মানা যায় না। এই সরকার উন্মাদ। View this link

৫| ০৯ ই মে, ২০১৩ রাত ১:১৭

আলুমিয়া বলেছেন: আর কত মিথ্যা কথা বলবি?
আর কত জ্বালাবি তোরা?

৬| ০৯ ই মে, ২০১৩ রাত ১:২৩

নাজ_সাদাত বলেছেন: হনুমান তো কাপড় পড়ে না। :D :D :D :D

৭| ০৯ ই মে, ২০১৩ রাত ১:২৭

পুংটা বলেছেন:
অল্প কডা পাতা আছে... লন খান। B-))

৮| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৩৬

নাজ_সাদাত বলেছেন: গাছের মাথায় উলঙ্গ হনুমান বসে আছে কি মোদীর অপেক্ষায়???

৯| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৪৪

rakibmbstu বলেছেন: যে কোন অস্বাভাবিক মৃত্যুই কেউ আশা করে না ।

তবে আপনাকে প্রশ্ন গনহত্যা কাকে বলে?

যারা ঢাকা থাকে তারা কিন্তু রাতে বাসায় এসেছিল জানেন কি?
মোট কথা বিভিন্ন সাংবাদিকের সাথে কথা বলে জানা যায় রাতে সমাবেশের সময় উপস্থিত লোকের এক-তৃতীয়াংশ লোক ছিল।

যারা গুজব ছড়ায় তারা যদি মৃতের সংখ্যা বুদ্ধি করে ২০০০+ না বলে ২০০+ বলতো তাহলে অন্তত বিশ্বাস যোগ্য হতো।

আমরা কোনটা বিশ্বাস করব ? বিবিসি কি প্রকাশ করল না কি আমাদের নিউজ ও টিভিতে যে ভিডিও দেখা যায় সেখানে?

গ্রামের সরল মানুষ ও আমাদের বেশির ভাগ টেকনোলজি সম্পর্কে কম জানা লোকদের সহজে ম্যানিপুলেট করা যায় জানা কথা তাই আপাত দৃষ্টিতে কিছুদিন জামাত-শিবির-হেফাজতিরা চিল্লা ফাল্লা করবেই আর রাজনীতির জন্য বিএনপিও তাদের সমর্থন করবে আমরা সাধারণ মানুষ এইটুকু অন্তত বুঝি



[বি: দ্র: যদি জামাত-শিবির-হেফাজতি এদের মধ্যে কেউ হন তবে তো গালি দিবেন জানিই কেননা আপনাদের মুখে ইসলাম অন্তরে না]

১০| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৫২

নাজ_সাদাত বলেছেন: নরেন্দ্র মোদীর সবক পাওয়া লোকজনের কাছে ধর্মই মূলবিষয় এটা সকলের জানা। তাই তারা মৃত্যুর সংখ্যা নিয়ে মাথা ঘামাচ্ছে। মৃত্যু নিয়ে নয়। ব্যাপারটা এমন ২০০০ নয় ২০০ জন মারা গেছে এটা এমন কি বিষয়। এই সব নরপিচাশদের কি করা দরকার??

১১| ০৯ ই মে, ২০১৩ রাত ২:০৫

rakibmbstu বলেছেন: @নাজ_সাদাত


প্রথম লাইন বুঝেন নি বলেই এমন বললেন। কাউকে মারাই আমি সমর্থন করিনা। আমি মনে করি সবারই নিজেকে শোধরানোর সুযোগ পাওয়া উচিত। হয়তো বেচে থাকলে ঐ হামলায় মৃতরা সঠিক পথে চলতো।

যেভাবে হাস্যকর ভাবে মৃত্যু ২০০০+ বুঝাতে গণহত্যার ম্যানিপুলেট করা ভিডিও ও ছবি ফেসবুক, ব্লগে পোস্ট করা হচ্ছে সে জন্যই বলছিলাম যে অন্তত ২০০ + বললে বিশ্বাস যোগ্য হত।



অন্য দেশের কারও সবক নিয়েছি না বলে আমার দেশের কারও কথা বললে অন্তত ভালো লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.