| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সুমি,
জানি ভালো নেই, তবু জিজ্ঞেস করছি কেমন আছো?
ভাবছো তোমার সাথে তামাশা করছি? আসলে আমরা একটা তামাশার রাষ্ট্রে বসবাস করছি কিনা তাই সবকিছুতেই তামাশা লাগে।
রাগ করছো কেন কী এমন ভুল বললাম?
তামাশার রাষ্ট্র?....ওওওওওওও
না না বিশ্বাস করো আমি রাষ্ট্র বলতে সরকারকে বুঝিয়েছি, এই সময়কে বুঝিয়েছি.....
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি জানি রাষ্ট্র আর সরকার এক নয়......
আচ্ছা আমার না হয় ভুল হলো, কিন্তু তুমি দেখবে সাধারন মানুষরাও এইভাবে বলে.....
রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান দিয়ে কি হবে? সাধারনরা যা বুঝে তা বুঝাই কী ঠিক নয়?
নাহলে এই যে চলমান সরকারের রুপরেখা, এই যে হয়ে যাওয়া নির্বাচন, অথবা বলৎকারহওয়া ওয়েস্টমিনস্টার মডেল--- এর কোনটি রাষ্ট্রবিজ্ঞান মেনে হয়েছে, হচ্ছে...
সংবিধাননামক যে পুস্তকখানিকে আমরা এত ভক্তি করি, তোমার বাবা যার মর্যাদা রাখতে আমৃত্যু সজাগ ছিলেন তার আজ যে দৈন্যদশা তা দেখে কেন তিনি জাগেন না?
বলো সুমি বলো.....
কাঁদছো???
বাবার কথা মনে পড়লো বলে....
হুমম...আজ তোমার বাবার মৃত্যুদিবস....আজ সারদেশ সাজবে আনন্দ উৎসবে....
প্লিজ সুমি তুমিও এসো এশিয়া কাপের উদ্বধোনী প্রোগ্রামে......আসবেতো?
না....আসবেনা?
আমি তোমার বাবাকে অবজ্ঞা করছি....না না
আমরা সাধারন জনগন তা কখনও করিনি....আমরাতো জানি তোমার বাবা দেশের সেরা চৌকস সেনা কর্মকর্তা ছিল....
কী নৃশংসভাবে তাদের খুন করা হয়েছে আমি জানি, আমি টেলিভিশন পর্দায় দেখিছি....
একটা এফএম রেডিওর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসিবে আমিও সংবাদ সংগ্রহ করতে সে দিন গিয়েছিলাম বিডিআর গেটের কাছে...আর দেশপ্রমিক (!!) জওয়ানদের মুহুমুহু গুলির ভয়ে প্রাণ হাতে এমন দৌঁড় দিয়েছিলাম যে একদম ঢাকা মেডিকেলে এসে পড়লাম....
কেন এমন হলো তুমি আমাকে জিজ্ঞেস করোনা, আমি বলতে পরবোনা...
তোমার কথা বলো.... তোমার মা, ছোট ভাই পলাশ... সবাই কেমন আছে........
সুমি আমি বুঝি বাবা হারানোর ব্যাথা....
শোন তোমার কানে কানে একটা কথা কথা বলি......."ইতিহাস পুনরাবৃত্তি হয়"
এই কথাটা কাউকে বলোনা..........জানোতো এই সময়কে
যখন কথা বলার কারনে কারাগার ভর্তি হয়ে গেছে স্বাধীনচেতা মানুষে....
আমারও তো সাহস নেই, তবু তোমাকে বলছি সাহস হারাবেনা....ইতিহাস তার রথগুরিয়ে আবার আসবে.... দেখো
সেদিন এই সাধারন মানুষেদেরই বিজয় হবে....
পৃথিবীর ইতিহাস কী তা বলেনা?
মনে মেন জেনে নিও এই দেশের আলো হাওয়ায় বেড়ে উঠা আমরা সবাই জানি কার ইন্ধনে সেদিন ২৫ ফেব্রুয়ারী কী ঘটেছিল.....
বিশ্বাস করো আমাদের কাছে তার সেরা বীর.....
তুমি সেদিন বলেছিলে যে বিচার হলো তা আর একটি হত্যাকান্ড, আমি বলেছিলাম-- আমি তা মনে করিনা....
আজ আমি তোমার কথাই সঠিক বলে মানি.....
তবে কী তাদের সবাই নির্দোষ, তা হয়তো নয়.... কিন্তু যারা গডফাদার তারা যে এরা না এটা যেমন তুমি বিশ্বাস করো... এদেশের জনগনও বিশ্বাস করে....
চলো আমরা ২৫ ফেব্রুয়ারী শহীদদের আত্বার মাগফেরাত কামনা করি...
চলো সুমি খোদা যেন তাদের শান্তি দেন সে দোয়া করি
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
বেকার সব ০০৭ বলেছেন: আল্লাহ যেন তাদের শান্তি দেন সে দোয়া করি