![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা কোন সাইটে ফন্ট সমস্যা হলে আমরা সাধারণত সোলাইমানলিপি ফন্ট ডাউনলোড করে ফন্ট ডিরেক্টরিতে পেস্ট করে থাকি। অধিকাংশ বাংলা সাইট এই ইউনিকোড ফন্টটিই ব্যবহার করে থাকে। কিছু কিছু বাংলা সাইট শুধু মাত্র এইটুকু করলেই বাংলা ফন্ট আউটলুক হুবুহু সুতোনি এমজি ফন্টের ন্যায় দেখায়। যেমনঃ সামু সাইটি ।
কিন্তু অনেক বাংলা সাইট আছে যেমন ওয়ার্ডপ্রেসে করা কোন ব্লগ সাইট। শুধু উপরে বর্ণিত পদ্ধতি অবলম্বন করে ফন্টের আউটলুক ভাল দেখায় না। ওয়ার্ডপ্রেসে করা কোন ব্লগে ,জিমেইল কোন বাংলা ভাল দেখায় না। এমএস ওয়ার্ডে বাই ডিফল্ট ভিরান্ডা ফন্ট হিসাবে দেখায়। ফন্টে আউটলুক ভাল দেখানোর জন্য ফায়ার ফক্সে আরো একটু অতিরিক্ত কাজ করতে হয়। সেটা হলঃ-
tool মেনু থকে>option>content tab>default font থেকে সোলাইমানি লিপি নিবার্চন করা advanced tab থেকে শেরিফ ,সান শেরিফ এবং মনোস্পের এই তিনটি জায়গায় সোলাইমাই লিপি ফন্ট সিলেক্ট করে দিতে হয়। তাহলে যে কোন বাংলা সাইটের ফন্টের আউটলুক সুন্দর দেখায়।
এখন আমার প্রশ্নঃ
১. সামু বা প্রথম আলোতে শুধু মাত্র সোলাইমান লিপি ফন্টটি সি ড্রাইভের ফন্ট পেস্ট করলেই ফন্ট আউটলুক ভালো দেখায় কিন্তু জিমেইল বা ওয়ার্ড প্রেসে করা কোন ব্লগ সাইটে ভিরান্ডার ন্যায় দেখায় কেন?
২.এই সমস্যার কোন সমাধান আছে কিনা? থাকলে টেকি বিশেষজ্ঞদের সহায়তা চাচ্ছি।
আমার ব্লগ সাইটিতে একুট ঢু মারতে পারে
ওয়ার্ডপ্রেসে করা আরো একটি সাইট
৩.আমি এই সাইটি ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি। আমি কি পিএইচপি কোড চেঞ্জ করে এই সমস্যার সমাধান করে পারব?
তবে এখানে একটা সমস্যা আছে তা এই থিমটিতে সিএসএস কোড এডিটরটি নাই। বাকি সকল কোড গুলো এডিএবল।
২| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৪৮
জামাল ঊদ্দিন বলেছেন: এটা একটা সমস্যাই বটে , আরো বড় সমস্যা হল আপনার সি এস এস সরাসরি এডিটেবল না । কিন্তু style.php ফাইলটা তো এডিটেবল । সেটাতেই সি এস এস টা এম্বেড করে দেয়া আছে ।
সি এস এস এ ফন্ট-ফ্যামিলিতে SulaimanLipi ; যোগ করে দিতে হবে (ইচ্ছা করলে বাকি গুলো বাদও দিতে পারেন ) , আর সে অনুসারে ফন্টের সাইজ় দিতে হবে।
আমি আপনার সাইট থেকে একটা ডেমো বানালাম , এখানে পাবেনঃ http://www.mediafire.com/?q0lumojmina
আপনার সাইটের থিম ডাইরেক্টরি থেকে আপনার style.php টা নামিয়ে আমার দেয়াটা দিয়ে দেখুন কেমন হয় । আমি তেমন পারি না ; তাই খারাপ হওয়ার সম্ভাবনাই বেশী । আপনি আপনারটাও পরিবর্তন করে নিতে পারেন ।
০৯ ই মার্চ, ২০১০ সকাল ৮:০৫
অগ্রজ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ভাই। এখন আমার সাইটের ফন্টের আউটলুক শুধুমাত্র ফন্ট ডিরেক্টরিতে সোলাইমান লিপি পেস্ট করলেই ভালো দেখাচ্ছে। ধন্যবাদ আপনার স্টাইল পিএইচপি ফাইলটি দেওয়ার জন্য।
৩| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০৯
জামাল ঊদ্দিন বলেছেন: আর ক্লায়েন্টের পিসিতে ফন্ট ফিক্সার দিয়ে ফিক্স করে নিলেই তো হল , আপনার সাইটে যে ফন্ট হোক না কেনো তিনি সুলাইমান লিপিই দেখবেন । আপনার ফায়ারফক্সের জন্য যে ব্যবস্থা বলেছেন সেটাই কিন্তু শুধু সফটওয়্যার দিয়ে ...
ফন্টফিক্সার পাবেনঃ http://omicronlab.com
৪| ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:১০
জামাল ঊদ্দিন বলেছেন: আর ক্লায়েন্টের পিসিতে ফন্ট ফিক্সার দিয়ে ফিক্স করে নিলেই তো হল , আপনার সাইটে যে ফন্ট হোক না কেনো তিনি সুলাইমান লিপিই দেখবেন । আপনার ফায়ারফক্সের জন্য যে ব্যবস্থা বলেছেন সেটাই কিন্তু শুধু সফটওয়্যার দিয়ে ...
ফন্টফিক্সার পাবেনঃ http://omicronlab.com
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:২২
কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল) বলেছেন: ফন্ট জনিত সমস্যা আর না।
আপনার পিসিতে বিজয় ইনষ্টল করা না থাকলেও নিচের পদ্ধতি অনুসরন করে খুব সহজেই Mozilla Firefox দিয়েই বাংলা সাইট ভালোভাবে দেখতে পারবেন।
পদ্ধতি :
১. প্রথমে http://mylalsobuj.tk/ এই সাইটে যান।
২. SOFTWARE অপশনে ক্লিক করুন।
৩. সেখান থেকে All Font এ ক্লিক করুন।
৪. ডাউনলোড করে Font গুলো আপনার পিসিতে ইনষ্টল করে নিন।