![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো কোনদিন হারিয়ে যাব-
এই পদ্মা,মেঘনা,যমুনা বা
ব্রক্ষপূত্রের মাঝে,
তাদের তীরে থাকা সেই ক্ষুদ্র
বালিকণার মাঝে।
কখনো বা পদ্মপলাশ বা
শিমুলপলাশের মাঝে,
হয়তো বা তাদের ডালে বেঁধে
থাকা হরেক পাখিতে।
হয়তো শঙ্খচীল বা বকের
সারিবদ্ধ দলে ভিরে,
অথবা তাদের পাখা ঝাপটানো
সুখ হাওয়ার মাঝে।
ঐ পল্লিকবির আঁকা
পল্লিগ্রামের মানুষের মাঝে,
অথবা তার নেওয়া ঐ বিভিন্ন
কাব্য তুলির মাঝে!
হয়তো আমি হারিয়ে যাব এই-
বাংলার মাঠ-ঘাট,চির কোমল
হিমেল হাওয়াতে,
বা তাদের দলে থাকা নানা
লুকোনো প্রকৃতীর সাঝে!
হয়তো এই রাত্তির স্নিগ্ধ
চাঁদের আলোর পরশে,
বা কোন এক নির্জনে লুকিয়ে
থাকা পতঙ্গের মাঝে।
কখনো বা ঝিঁঝির পোকার
তিক্ত সুরেলা কন্ঠ স্বরে,
বা তাহার সাথে থাকা সঙ্গী
নামক কতক পোকাতে।
হয়তো লক্ষীপেঁচার তাকানো
ভীতি দর্শনের তটে,
অথবা মাঝ রাতে তার গল্প
বলা শব্দে সাথে।
হয়তো কোনদিন হারিয়ে যাব-
গ্রামীণ চাঁষার ধানক্ষেতে বা
ধানের শীষের মাঝে,
বা সেই নবান্ন ঘেরা ধান কাঁটা
চাঁষা কাঁধের মাঝে।
হয়তো বা হারিয়ে যাওয়া সেই
জীবনান্দদাশেতে,
যার কাব্যে লেখা আছে
বাঙলার রূপসী সোন্দর্যেতে।
[সংক্ষিপ্ত]
২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
মোঃ হাসানুল হক বান্না বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ একটি সাহায্য চাই
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৪
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার কবিতা-শুভকামনা অ-নে-ক ...