নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন ব্লগার একজন আমি

মোঃ হাসানুল হক বান্না

18

মোঃ হাসানুল হক বান্না › বিস্তারিত পোস্টঃ

একাকীত্ব

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৭

___একাকীত্বের একটু ভাবনা___
একাকীত্ব কিছুক্ষেত্রে যেমন বড় কষ্ট লাগে,তার কারণ না চাইলেও তা হয়ে যায়॥
আবার কিছুক্ষেত্রে ভালোও লাগে কারণ সবকিছু থেকেও যখন কেউ তার জন্য এই পথটি বেঁচে নেয় তার জন্য হয়তো সেটাই অনন্য আনন্দ।
বড় বিষয় হচ্ছে একাকীত্ব কেউ যেমন চায় না তেমনি কেউ এটাও চায় না যে তার জীবন.... থেকে এটা মুছে যাক।কেননা জীবন চলার পথে এই জিনিসটি বাধ্য করে পরিস্থিতিকে ডেকে আনতে....।
একাকীত্ব যেমন ক্ষণিকের জন্য খারাপ হয়ে থাকে তখন সেই ...মুহুর্তটাই যেন মনে হতে থাকে যে পৃথিবীটা যেন তার বিরুদ্ধে....
সবাই হয়তো বা কমবেশি সমর্থ হয়ে থাকে ঐ খারাপ মুহুর্তগুলো থেকে নিজেকে আড়াল করতে তন্মধ্যে সেই সমর্থটুকুতেই জোর দিতে হয় অনেক....!কেননা লোহাকে গলাতে সামান্য সময়ের জন্য যে সমর্থ প্রয়োগ করতে হয় তাতে একটু বেশিই জোর দিতে হয়......
তবে এই পরিস্থিতি যে এতটা ভয়াবহ বয়ে আনতে পারে তাও নয়।শুধু সময়ের অবক্ষণে ভাবনাগুলো এবং মন যেন একটু অসস্তিই বোধ করে,কিন্তু কি বা করার কেউ তা আর সেই পরিস্থিতি উপেক্ষা করতে পারেনা........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.