নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন ব্লগার একজন আমি

মোঃ হাসানুল হক বান্না

18

মোঃ হাসানুল হক বান্না › বিস্তারিত পোস্টঃ

আমরা বাঙালিরা বড়ই অদ্ভুত,আসুন একটু দেখি:

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

>আমরা দূর্নীতি পছন্দ করি
না কিন্তু যারা দূর্নীতি করে
তাদের ঠিক ই প্রশ্রয় দেই
=>আমরা মেয়েরা ইভটিজিং
পছন্দ করি না কিন্তু রাস্তায়
চলতে গেলে অন্যকে
আকর্ষনের পোশাক পরতে
পছন্দ করি
=>আমরা ভালো উপদেশ
শুনতে পছন্দ করিনা কিন্তু
কোন প্রকার হেতু ছাড়াই
অন্যকে উপদেশ দিতে পছন্দ
করি
=>আমরা খারাপ কাজ করতে
পছন্দ করি না কিন্তু অন্য
কেউ যখন ভালো কাজ করতে
যায় তখন তাকে খারাপ বলি
=>আমরা প্রতিবাদ করতে
পারি না কিন্তু যখন কোন
কিশোর/কিশোরী প্রতিবাদ
করতে যায় তখন তার
সম্পর্কে নিন্দা করি
=>আমরা স্বভাবতই দোষ না
জেনেই শাস্তি প্রদান করি
কিন্তু যখন সত্যি কারের
দোষের কারণ জানতে পারি
তখন তাকে ছুড়ে ফেলে দেই
=>আমরা সবসময়ই অন্যের
দোষ ত্রুটি খুজে বেড়াই অথচ
নিজের ত্রুটির দিকে কোন
খেয়াল ই করি না
=>আমরা ভালো কাজ করতে
গেলে বাধার সম্মুখীন হই অথচ
খারাপ কাজ করার পরেও কিছু
করি না
=>আমরা ভীনদেশীদের বাঙালী
বলে পরিচয় দিতে পছন্দ করি
অথচ বাঙালিত্বের কোন
পরিচয় আমাদের মধ্যে নেই
=>আমরা গরীবদের পছন্দ
করি না কিন্তু যখন হাতে টাকা-
পয়সা থাকে না তখন ঠিক ই
গরীবদের দাম দেই
=>আমরা মানুষরা কষ্ট পেতে
পছন্দ করি না অথচ অন্য
কাউকে কষ্ট দিতে ভালোই
লাগে
=>আমরা অনেক ছেলেরাই
মেয়েদের চলাফেরা পছন্দ
করিনা সবসময় কটুক্তি করি
অথচ মেয়ে দেখলেই লাফিয়ে
বেড়াই
=>আমরা সমাজে ঘৃণা করি না
কাউকে এ কথাটি অনেকেই বলা
পছন্দ করি অথচ ভিতরে
ভিতরে ঘৃণার আগুন জ্বলে
=>আমরা সাধারণত বলে থাকি
আমি আমার দেশকে ভালবাসি
অথচ যখন বিভিন্ন দেশের
মধ্যে ক্রিকেট বা ফুটবল বা
অন্য কোন খেলা হয়ে থাকে
তখন নিজের দেশকে অবহেলা
করি
=>আমরা বিপদে অন্য এক
লোকের দুঃখে কষ্ট পাই অথচ
আমাদের সামর্থ থাকা
সত্ত্বেও আমরা সাহায্য
করিনা আর করলেও ক্ষণিক
পরে ভেবে উঠি নিজের তো সব
গেল

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

স্বপ্নরাজার রাজ্য বলেছেন: সুন্দর পোস্ট

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
"অন্যকে আকর্ষনের পোশাক পরতে পছন্দ করি"

এই একটা বাক্যেই ল্যাঞ্জা বাইর হইয়া গেল।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

মাকড়সাঁ বলেছেন: মনযোগ দিয়ে পুরোটা পড়লাম । চরম সত্য কথা বলেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.