![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে চুয়াডাঙ্গা আলুকদিয়া আনসার ক্যাম্পপাড়ার রাজু। স্ত্রী নাজনীনকে নিজগৃহে ফেরাতে না পেরে গত পরশু সোমবার বিকেলে রাজু ঘরের মধ্যে নিজের শরীরে আগুন দেয়। তার শরীরের ৮০ ভাগই ঝলসে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো।
স্থানীয়রা বলেছেন, চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া আনসার ক্যাম্পপাড়ার নজরুল ইসলাম নজুর ছেলে রাজু। সে তার পিতার ভিটেতে একাই বসবাস করে আসছিলো। নজুর মৃত্যুর পর রাজুর মা মনিরামপুরের টোকনের সাথে বিয়ে করে সংসার পেতেছেন। রাজুর বিয়ের বয়স না হলেও মাস চারেক আগে সে দামুড়হুদার ইব্রামিহপুর গ্রামের নূরউদ্দীন নান্নুর মেয়ে স্কুলছাত্রী নাজনীনের সাথে বিয়ে করে। বিয়ের পর রাজু তার স্ত্রীকে নিয়ে একাকীত্ত কাটানোর পাশাপাশি সুন্দর দাম্পত্যের স্বপ্ন দেখতে থাকে। গত শনিবার নাজনীনকে তার বড় বোন নিয়ে যায় বাপের বাড়ি। ভ্যানচালক রাজুও যায় নাজনীনের পিতার বাড়ি। সেখানে দুদিন খানেকটা অপদস্থ হয়ে গতপরশু সোমবার বাড়ি ফেরে। বিকেলে ঘরের মধ্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা জানার পর ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। দরিদ্র। কে করবে খরচ? কে নেবে তাকে ঢাকায়। স্থানীয় কয়েকজনের বিশেষ আর্থিক সহযোগিতায় পরশু রাতেই তাকে তার মাসহ সৎ পিতা নেন ঢাকায়। গতকাল দুপুর পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী, রাজুর অবস্থা ছিলো আশঙ্কাজনক। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো। বিকেলের পর থেকে তার মায়ের মোবাইলফোন বন্ধ থাকায় শেষ খবরটি অবশ্য নেয়া সম্ভব হয়নি।
প্রতিবেশীরা জানিয়েছেন, রাজুর বিয়ের সময় তার বয়স ২২ বছর বলে দাবি করা হলেও প্রকৃত বয়স কুড়ি পূর্ণ হয়নি। আর সে যার সাথে বিয়ে করেছে সে ৮ম শ্রেণির ছাত্রী। অপ্রাপ্ত বয়সে বিয়ে করলেও অনেকেই রাজুর দশা দেখে তেমন বাধা দেয়নি। কারণ সে তার পিতার ভিটেই একাকি থাকতো। কখনো রাজমিস্ত্রির জোগালে, কখন ভ্যান চালিয়ে রোজগার করতো। বিয়ে করে স্ত্রী নিয়ে সংসার পাততে চেয়েছিলো। কিন্তু স্ত্রী নাজনীন খুবই ছোট। জীবন সম্পর্কেই যার ধারণা হয়নি, সে সংসারের বুঝবে কী? তাইতো সে তার স্বামী-সংসার ভালো লাগেনি। মানিয়ে নিতে না পারার কারণেই সংসার করবে না বলে জানিয়ে দেয়। আর সেই কষ্টেই রাজু নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মঘাতি হয়ে ওঠে।
©somewhere in net ltd.