![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেল স্টেশনের একদা চা বিক্রেতার পরনে উঠল প্রায় দশ লক্ষ টাকার স্যুট৷ নরেদ্র দামোদর মোদীকে প্রথম জীবনে রেল স্টেশনে চা ফেরি করতে হত৷ আবার এই মানুষটি এখন ভারতের প্রধানমন্ত্রী৷ তাঁর জীবনের এমন উত্থান এবার প্রতিফলিত হচ্ছে নমোর পোষাকে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চায়ের আসরে এই স্যুটই পরেছিলেন মোদী বলে সূ্ত্রের খবর। ভারতের প্রধানমন্ত্রীর অমন দামি পোষাক ব্যবহারের জন্য পশ্চিমি সংবাদ মাধ্যমেও উঠে এসেছে তাঁর স্যুট প্রসঙ্গ৷
মোদীর ব্যক্তিগত ওই স্যুটের দাম দশ হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রার রূপান্তর করলে হবে ৯লক্ষ ২৭ হাজার ৫০০টাকা। এই বিশেষ স্যুটের কাপড়টির উপর সোনার সুতো দিয়ে বোনা হয়েছে মোদীর নাম, যা লন্ডনের সংস্থা হল্যান্ড অ্যান্ড শেরি থেকে আনা হয়েছে। সূত্রের খবর অমন স্যুটের কাপড়েরই দাম শুধুমাত্র দাম ২লক্ষ ৩১ হাজার ৮৭৫ থেকে ২লক্ষ ৭৮ হাজার ২৫০ টাকার মধ্যে।এরপর স্যুটটি সেলাই করার জন্যে হল্যান্ড অ্যান্ড শেরি টম জেমস-এর কাছে পাঠানো হয়েছিল। সেলাইয়ের পর স্যুটের আনুমানিক মূল্য দাঁড়ায় ৯লক্ষ ২৭হাজার ৫০০টাকা।মোদী যে তাঁদের ক্রেতা সে বিষয়ে লন্ডনের সংস্থা হল্যান্ড অ্যান্ড শেরি এবং দর্জি টম জেমস দুজনের কেউই কিছু বলেননি। তবে যদি হল্যান্ড অ্যান্ড শেরি থেকে এই স্যুটের কাপড় কেনা হয়, এবং টম জেমস থেকে মোদীর স্যুটের স্টাইলে সেলাই করা হয়, তাহলে সেই স্যুটের ওই দামই পড়বে, বলে জানানো হয়েছে সংস্থা ও দর্জির তরফে।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
ঢাকাবাসী বলেছেন: ওটার দাম ১০ লাখ রুপি এটা কোথায় পেলেন সেটা যদি বলতেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪
আজমান আন্দালিব বলেছেন: মোদির কপাল বটে!