নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবলু শ্যামল

বাবলু বাবলু

অতি সাধারণ মানুষ

বাবলু বাবলু › বিস্তারিত পোস্টঃ

মাগুরার সবাই আমার জন্য আশীর্বাদ করবেন- অভিনেত্রী সন্ধা রায়

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

মাগুরার সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আমি আপনাদেরই মেয়ে। সন্ধা রায়।

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং তৃণমূলের সংসদ সদস্য সন্ধ্যা রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাগুরার শত্রুজিৎপুর গ্রামে জন্মগ্রহন করা সন্ধ্যা রায় ভারতীয় বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুনাম পেয়েছেন। তিনি সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’, তরুণ মজুমদার পরিচালিত ‘ঠগিনি’ চলচ্চিত্রে অভিনয় করেন।

মাগুরার শত্রুজিৎপুর গ্রামের এককালের সম্ভ্রান্ত রায় পরিবারে জন্মগ্রহন করা সন্ধ্যা রায় ভারতীয় বাংলা সিনেমায় তার অভিনীত ‘বাবা তারকনাথ’ চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা পায়। সন্ধ্যা রায় হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তৃণমূলের প্রার্থী হিসেবে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।

রোববার (০১ ফেব্রুয়ারি) গভীর রাতে তলপেটে অসহ্য ব্যথা শুরু হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

গতকাল রাতে মাগুরা নিউজের পক্ষ থেকে, মাগুরা বাসির কেমন আছেন সন্ধা রায় প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা ফোনে মাগুরার সন্তান কাজের সু্ত্রে কলকাতা নিবাসী কমল সাহার শরনাপন্ন হই। আজ দুপুরে তিনি জানান, রবিবার অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা রায়ের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে।

মাগুরাবাসি তার দ্রুত আরোগ্য কামনা করে। মাগুরার মেয়ে সন্ধারায়ের জন্য চিন্তিত মাগুরাবাসি। এমন কথার জবাবে সন্ধা রায়ের নিকটাত্নীয় সুব্রত রায় জানান, দিদিকে তিনি মাগুরার কথা বলেছেন। দিদি (সন্ধা রায়) বলেছেন, ” মাগুরার লোকেরা আমাকে মনে রেখেছেন সেজন্য আমি ধন্য। মাগুরার সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আমি আপনাদেরই মেয়ে।”

মাগুরাবাসির পক্ষ থেকে মাগুরানিউজ সন্ধা রায়ের দ্রুত আরোগ্য কামনা করছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
সন্ধা রায়ের দ্রুত আরোগ্য কামনা করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.