নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবলু শ্যামল

বাবলু বাবলু

অতি সাধারণ মানুষ

বাবলু বাবলু › বিস্তারিত পোস্টঃ

ঝিনাইদহে বাসে পুলিশের তল্লাশি অভিযান : ভারতীয় থ্রিপিস ও শাড়িসহ দুজন আটক

১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ বস্তা ভারতীয় থ্রিপিস ও শাড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাস টার্মিনাল থেকে এ থ্রিপিস ও শাড়ি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা দর্শনার সেলিম হোসেনের ছেলে বিদ্যুত হোসেন (২৫) ও ইমারত হোসেনের ছেলে আকাশ হোসেন (২৬)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বিপুল পরিমাণ ভারতীয় কাপড় যাত্রীবাহী বাসযোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাস টার্মিনালে অবস্থান নেয়। সে সময়ে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জে-লাইন পরিবহন তল্লাশি চালিয়ে ৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে ১৬২টি থ্রিপিস ও ২৫ পিস উন্নতমানের শাড়ি রয়েছে। বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.