নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবলু শ্যামল

বাবলু বাবলু

অতি সাধারণ মানুষ

বাবলু বাবলু › বিস্তারিত পোস্টঃ

মাগুরায় ”জ্বিনের বাদশা” আটক

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০




বিশেষ প্রতিবেদকঃ


আমি জ্বিনের বাদশা। আমি সবকিছু করতে পারি। তোকে বড়লোক বানিয়ে দেবো। এভাবেই কথা শুরু করে প্রতারক জ্বিনের বাদশা পরিচয় দানকারী গোষ্ঠী। দীর্ঘদিন ধরে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে একটি প্রতারক গোষ্ঠী সহজ সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছিল। আজ সকালে পিতলের মূর্তিকে সোনার মূর্তি বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মাগুরায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবির ওসি জনাব মোঃ ইনামুল হক, পিপিএম এর নেতৃত্বে মাগুরা ডিবি পুলিশ আজ শহরতলীর পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইলে জিনের বাদশা পরিচয় দানকারী প্রতারক এ গোষ্ঠীর অন্যতম হোতা আঃ রহিম (৫৫), পিং-মকবুল মিস্ত্রী, মাতা-আমেনা বেগম, সাং-চর সিংহ ডাঙ্গা কানিপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে ৩৩৫ গ্রাম ওজনের পিতলের ০১ (এক) টি লক্ষী মুর্তিসহ গ্রেফতার করে।

আজ সকালে প্রতারক আব্দুর রহিম মাগুরার আমুড়িয়া গ্রামের গৃহবধূ আখিরন নেছার কাছে একটি সোনার মূর্তি দেবার কথা বলে পিতলের মূর্তি নিয়ে মাগুরায় আসে। গোপনে এ সংবাদ পেয়ে মাগুরা ডিবি পুলিশ কৌশলে আব্দুর রহমানকে গ্রেফতার করে। ইতিপূর্বে এ চক্রটি ওই গৃহবধূর কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকার উপরে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে প্রকাশ।

মাগুরা ডিবি পুলিশের ওসি ইনামুল হক জানান, এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য ‍পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত লোভী আর বোকা হলে এই সব ভন্ডদের ফাঁদে পা দেয় - তাই ভাবছি!!!!!!!!!!!!!!!!!!!!

২| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

কাছের-মানুষ বলেছেন: গৃহবধূর কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকার উপরে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে প্রকাশ।
এই রকম বলদ মহিলাদের জন্যই জিনের বাদশারা চান্স পায় !

৩| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

আহলান বলেছেন: আহারে ব্যড লাক ...! ... যে যেভাবে পারছে আর কি!

৪| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
জ্বিনের বাদশা দেখার শখ ছিল দেখলাম X(( X(( B-) B-)

এর পরেও যদি কোন মানুষ এই ভন্ডদের কথা বিশ্বাস করে ।।

তখন ঐ বলদ দেখবো। X(( X((

৫| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



এসব হতগাগ্য মানুষ জীবনে কোন সুযোগ পাুনি সরকার বা সমাজ থেকে, এদের থেকে আপনারা কি আশা করছেন?
এদের হয়ে, এদের পরিবারের হয়ে, এদের ছেলেমেয়েদের হয়ে লেখেন, যেন এদের আগামী জেনারশনটা মানুষ হতে পারে, যেন জ্বিন না হয়।

৬| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

গেম চেঞ্জার বলেছেন: এইসব কুবুদ্ধি কোত্থেকে পায়!

৭| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:

@গেম চেঞ্জার ,

"গেম চেঞ্জার বলেছেন: এইসব কুবুদ্ধি কোত্থেকে পায়! "

এদের সুবুদ্ধি হতে পারতো, যদি সরকার এদের মৌলিক অধিকারটা দিতো, পড়ালেখা করাতো; আজকে হয়তো, কম্প্যুটারে চাকুরী করতো; কিন্তু সরকার তাদের অধিকার দেয়নি, আজ বিচার করছে, জেলে রাখবে!

৮| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২

মূল-উপদল বলেছেন: আমাগো দেশের কিছু মানুষ চিরকালই চরম লোভী আর বোকা, নইলে জিনের বাদশা, যুবক, ডেসটিনি ক্যামনে পারে দিনের পর দিন প্রতারনা করতে।

৯| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



ছবিতে ডিবির লোক ২টি'র চেহারা ও অভিযুক্ত লোকটির চেহারা দেখেন, সুযোগ মানুষকে বদলায়ে দেয়। অভিযুক্ত মানুষটির মা-বাবা এটা চেয়েছিলেন? তারাও তো ডিবির লোকদের মত ভবিষ্যত চেয়েছিলেন সন্তানের !

এদের সুযোগ কে কেড়ে নিয়েছে?

১০| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৭

গেম চেঞ্জার বলেছেন: @চাঁদগাজী
বাংলাদেশে শিক্ষাকে পণ্য করে দেওয়া হয়েছে! কর্মমুখী শিক্ষাব্যবস্থার প্রবর্তন জরুরী!

১১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। জীনের বাদশা!

১২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:

@ গেম চেঞ্জার,

গেম চেঞ্জার বলেছেন: @চাঁদগাজী
"বাংলাদেশে শিক্ষাকে পণ্য করে দেওয়া হয়েছে! কর্মমুখী শিক্ষাব্যবস্থার প্রবর্তন জরুরী! "

-সরকারী ইউনিভার্সিটিগুলোকে বড় না করে, ডাকাতদের হাতে দিয়েছে ইউনিভার্সিটি, এগুলো ভয়ংকর অপরাধ; এগুলো কেড়ে নেয়ার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.