নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরবাসী

শাহাদাত হোসেন বাবলু

শাহাদাত হোসেন বাবলু › বিস্তারিত পোস্টঃ

অকৃতজ্ঞতা নিপাত যাক, কৃতজ্ঞতাবোধ মুক্তি পাক...

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪


বিদেশে এসে বাঙালির প্রথম কর্তব্যগুলোর একটি হলো ভয়াবহভাবে দেশের বদনাম করা। কথায় কথায় এই নেই সেই নেই, দুর্নীতি, অনিয়ম, রাজনীতিকিকরণ, জ্যাম, বেতন কম, ঘুষ, লোডশেডিং, খাদ্যে ভেজাল, মানহীন শিক্ষা, ধূলা-বালি, ভিক্ষাবৃত্তি, আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিদেশের মাটিতে বসে সবচেয়ে বেশি ক্ষোভ ঝাড়ে বেশির ভাগ বাঙালি।
উন্নত দেশগুলোর সব কিছুর সঙ্গে বাংলাদেশকে তুলনা করে এরা প্রায়ই এক ধরনের বিকৃত আনন্দ পায়। অ্থচ এ তুলনা যে কত বড় অসম চিন্তা তা একবারও ভাবে না।
ইতিহাস বলছে, যারা দেশে ভাল পড়াশুনা শেষ করে এসব দেশে স্কলারশিপে উচ্চশিক্ষায় এসেছে তাদের অধিকাংশই গবেষণায় দারুণ সব সফলতা দেখাচ্ছেন। কিন্তু তাদের গবেষণায় পাওয়া কর্মটি পেটেন্ট করছেন স্কলারশিপ দেয়া দেশ বা সে দেশের বিশ্ববিদ্যালয়টির নামে। একবারের জন্যও দেশের প্রত্যন্ত অঞ্চলের যে ‘অজিউল্লাহ স্কুল’ বা ‘বোঁচারাম কলেজ’ এর কথা মুখেও আনছেন না- যেখানে প্রায় বিনামূল্যে জীবনের অধিকাংশ শিক্ষা অর্জন করেছেন।
সফলতার সঙ্গে পিএইচডি বা মাস্টার্স শেষে এখানকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা/গবেষণা বা ভাল চাকরিতে ঢুকে পড়ার কিছুদিন পর ‘কেঅস’ ‘জেলাস’ বা ‘টকেটিভ’ আখ্যা দিয়ে এখানকার নিজ কমিউনিটি থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর তিনি উচ্চ বেতন নিয়ে ফার্স্ট ওয়াল্ডে হাই ক্লাসে পরিবারসমেত বিলাসী জীবন যাপনে ব্যস্ত হয়ে পড়েন। ভুলে যান মাসে ১৫ টাকা ফি’তে দেশের সবচেয়ে ওজনদার বিশ্ববিদ্যালয়টিতে পড়াশুনা বা এক হাজার টাকা চুক্তিতে তিন বেলা পুরো মাস হলের মেসে পেটচুক্তিতে খাওয়া ও ফ্রিতে থাকার ন্যুনতম সুবিধা নেয়ার কথাটুকুও।
অতপর দেশ তার চির বিশৃংখলা নিয়ে যথারীতি দেশের মতই থাকে আর বদলে দেয়ার মতো কাণ্ডারীরা নিজেকে পশ্চিমা সমাজের অংশ হিসেবে মনে করে বায়বীয় এক আত্মপ্রসাদে ভোগে।
অকৃতজ্ঞতা নিপাত যাক, কৃতজ্ঞতাবোধ মুক্তি পাক...

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০২

মো: খায়রুল ইসলাম বলেছেন: সেই রকম একটা লেখা লেখছেন ভাই।

২| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

মো: হাফিজুল ইসলাম হাফি বলেছেন: ভালো লাগলো ভায়া

৩| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

নাদিম আহসান তুহিন বলেছেন: অথচ দেশে এলে তারাই আবার দেশে বিশৃঙ্খল ভাবেই চলে।

৪| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

বিলকিছ৫৩৯২ বলেছেন: ভাল

৫| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৩

কানিজ রিনা বলেছেন: খুবএকটাসত্যবলেছেন।

৬| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদের ওখানে থাকাই ভালো। দেশে আসার দরকার নেই...

৭| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ থেকে কি পরিমাণ ছাত্র কাতার গিয়ে পিএইচডি, মাস্টার্স করছেন, সাথে সাথে বাংলাদেশের বদনাম করছেন?

৮| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:১০

প্রবাসী দেশী বলেছেন: " কথায় কথায় এই নেই সেই নেই, দুর্নীতি, অনিয়ম, রাজনীতিকিকরণ, জ্যাম, বেতন কম, ঘুষ, লোডশেডিং, খাদ্যে ভেজাল, মানহীন শিক্ষা, ধূলা-বালি, ভিক্ষাবৃত্তি, আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি বিষয়গুলো "

কথা গুলো কি মিথ্যা !! বিষয় গুলি কি শুধুই কিছু বিষয় নাকি একজন শিক্ষিত ট্যাক্স payer হিসাবে একজন নাগরিকের নাগরিক অধিকার ! আমার তো মনে হয় বিষয় গুলো নিয়ে সেই বেক্তি আলোচনা করে যে সে দেশ কে ভালোবাসে , দেশ নিয়ে চিন্তা করে , বিষয় গুলি কে গভীর ভাবে উপলব্ধি করে কিভাবে বিষয় গুলো কে সমাধান করা যায় সেটা নিয়ে তর্ক বিতর্ক করে। বসর শেষে সে কিন্তু ঈদ করতে দেশেই ফিরে আসে তার আত্মার সম্পর্কের সাথে , মাস শেষ হলে টাকা কিন্তু দেশেই পাঠায়।বিদেশে গেলেও তার মন প্রাণ কিন্তু দেশেই থাকে।মাঝে মাঝে ভাবি দেশের মানুষ যারা দেশের বাইরে আছেন তাদের যে কি পরিমান দেশের প্রতি চরম ভালোবাসা ,মমতা সেটা দেশের মানুষ দেশে বসে হয়তো এখনো বুঝতে বা কল্পনা করতে পারবেন না।কাউকে বা কোনো বিষয় বলার আগে বিষয় তা জানুন দেখুন সবশেষে বুঝুন তারপর জাজমেন্ট এ যান।অকৃতজ্ঞতা নিপাত যাক, কৃতজ্ঞতাবোধ মুক্তি পাক।কথা টা সত্য কিন্তু আমার মনে হয় কথাটা দেশের অন্য কিছু বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জন্য প্রযোজ্য এই ক্ষেত্রে না যেটা আপনি বলতে চেয়েছেন।দেশের অনেক প্রভাবশালী মানুষ বিদেশে এসে এই সব কথা বলে তাদের কি বলবেন আপনি ? কথা গুলো সত্য কিন্তু একটা মানুষের যে কি পরিমান বাধ্য বা প্রতিবন্দকতার মধ্যে দেশ ছেড়ে যায় , যে যায় সেই জানে।মনে রাখবেন ১৫ টাকা মাসিক বেতন আর ১০০০ টাকা দিয়ে পেট চুক্তি দিয়ে পড়া শুনার জন্য তাকে কম কষ্ট করতে হয়নি এই স্কলারশীপ পাবার জন্য।অস্থীর হবেন না। দেখবেন একদিন ঠিকই সে কৃতজ্ঞতার বোধ থেকে দেশের ঋণ করায় গন্ডায় সুদ সহ ফেরত দেবে।মিনা কার্টুন এর একটা কথা খুব মনে পরে " সুজোক চাই মানুষ হবো "। মানুষের মতো মানুষ হতে হলে সুযোক দরকার , আর এই সুযোক বাংলাদেশের গুটি কয়েক মানুষের কাছে তাই মানুষ দেশের বাইরে সেই সুযোক খোঁজার চেষ্টা করছে। একজন প্রবাসী হিসাবে অনুভূতি জানালাম প্রতিবাদ না। ভালো থাকবেন সবসময়।

৯| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৬

ডঃ এম এ আলী বলেছেন: লিখাটিতে বেশ কিছু বিষয় ভাবনার আছে । ভাল কোন বিষয়ে সবার জন্য সমান সুযোগ থাকাই ভাল ।

১০| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আমরা মানুষ বেশিরভাগই অকৃতজ্ঞ।

১১| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৭

মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর লেখা

১২| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৩

সঞ্জয় নিপু বলেছেন: তবে সবার ক্ষেত্র টা কিন্তু এক নয়, আমার মনে হয় যারা কোন প্রকার স্কলারশিপ করতে যায় তারা যথেষ্ট ট্যলেন্ট তারা এই ধরনের কাজ কর্মের সাথে জড়িত হতে পারে না, তবে ২-১ জন সেটা ভিন্ন ব্যপার।
আর যারা শ্রমিক হিসাবে যায় তারা দেশে বসে এই টাকা আয় করার মত কোন ক্ষেত্র পায় না এই কারনে তাদের মধ্যে একটা ক্ষোভ থাকে দেশের প্রতি আর সেই ক্ষোভ থেকে ও এই ধরনের কথা বলতে পারে।
আর যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায় এবং বিদেশেই থেকে যায় ভাল আয়ের জন্য, তারা যে ইনকাম করে ওখানে থেকে সেই পরিমান অর্থ বা মুল্যায়ন কি আমরা তাদের করতে পারব ? দেশের ক্ষতি হচ্ছে সেটা ঠিক কিন্তু কজন আছে দেশের কথা ভাবে?
আগে আমরা নিজেরা ভাল থাকলে তারপর দেশ নিয়ে ভাবতে পারব, এইরকম নিবেদিত লোক কয়জন আছে বলেন? নিজের এবং সংসারের অবস্থা খুবই খারাপ কিন্তু দেশের জন্য কাজ করেই যাচ্ছেন ? আমার মনে হয় ২-১ জন ও পাবেন কিনা সন্দেহ।

যাক পোস্টটা খুবই ভাল এবং সচেতনতা জাগ্রত হোক সবার মাঝে এই কামন করি।

১৩| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৯

অতঃপর হৃদয় বলেছেন: আমাদের দ্বারা সম্ভব হবে কিনা সেটা আমরাও জানিনা।

১৪| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩২

ধ্রুবক আলো বলেছেন: শিরোনামেই একদম ধামাকা করে দিছেন +++
আসলেই, বাঙালী মানুষ গুলো নিজের দেশের নামে বদনাম করে কিন্তু এই কাজটা করে কি লাভ!! এতে তো নিজের দেশেরই সুনাম নষ্ট। নিজেরও ক্ষতি।

১৫| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩০

টারজান০০০০৭ বলেছেন: সত্যিই , বাঙালি জাতির মতো এমন বিদেশ প্রিয় জাতি বোধহয় কোথাও নেই ! মুখেই খালি বাঙালি /বাংলাদেশী জাতীয়তাবাদ ! কার্যত প্রতিটি ক্ষেত্রেই আমরা বিদেশের দিকে চায়া থাকি। সৈয়দ মুজতবা আলীর পন্ডিতমশাই গল্পটি মনে পড়ে।দেশি ঠাকুর ছাড়ি , বিদেশী কুকুর ধরি! আমাদের কাছে বিদেশী কুকুরও ভালো লাগে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.