| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোঃ খালিদ সাইফুল্লাহ্
	যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
একজন ডাক্তার কি যে কাউকে চিকিৎসা দিতে বাধ্য?
অবশ্যই না... তাহলে কখন একজন ডাক্তার রুগীকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারে?
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাক্তারদের এসব অধিকার সবার জানা দরকার-
১. ডাক্তার যদি নিজেই সুস্থ না থাকে।
২. পূর্বে সেই রোগ সম্পর্কে যদি তিক্ত অভিজ্ঞতা থাকে, তাহলে ডাক্তার চাইলে এমন রোগের নতুন রুগীকে চিকিৎসা নাও দিতে পারেন।
৩. নিজের কর্মঘণ্টা ও কর্মস্থলের বাহিরে। বাহিরে তিনি চাইলে রুগী দেখতেও পারেন, নাও পারেন।
৪. রুগীর বাড়ি গিয়ে রুগীকে দেখার কোন বাধ্যবাধকতা ডাক্তারের নেই।
৫. অনেক সময় ইমার্জেন্সি মুহূর্তে একজন রুগীকে চিকিৎসা দেওয়া হয় মানবিকতা বিচার করে। তবে এর মানে এই নয় যে সেই রুগীকে ডাক্তার তার নিজস্ব রুগী হিসেবে গ্রহন করে নিয়েছেন এবং পরবর্তীতে তিনিই সেই রুগীর চিকিৎসা চালিয়ে যাবেন। তিনি চাইলে প্রাথমিক ম্যানেজ করার পর সেই রুগীকে অন্য হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে পাঠিয়ে দিতে পারেন।
৬. প্রাইভেটভাবে দেখালে ডাক্তারের ফি যদি না দেয় কিংবা তিনি যেভাবে চিকিৎসা দিতে চান সেটা যদি
রুগী মেনে না নেয়, তাহলে একজন ডাক্তার চাইলে সেই রুগীকে চিকিৎসা নাও দিতে পারেন।
৭. যদি একজন ডাক্তার মনে করেন যে তিনি সেই রোগের চিকিৎসা দিতে পারবেন না কিংবা চিকিৎসা দেওয়ার মত প্রয়োজনীয় সুবিধা, যন্ত্রপাতি, ওষুধ, স্টাফ ইত্যাদি তার কাছে নেই, তাহলে তিনি চাইলেই
রুগীকে সেখানে চিকিৎসা না দিয়ে উপযুক্ত জায়গায় রেফার করে দিয়ে পাঠাতে পারেন।
৮. রুগী যদি ডাক্তারের সাথে দুর্ব্যবহার করে (মানসিক সমস্যা ছাড়া)।
৯. যদি ডাক্তারের নিজের কিংবা পরিবারের ক্ষতি কিংবা জীবননাশের আশংকা থাকে।
১০. চিকিৎসা প্রদানকালীন সময়ে জীবনের নিরাপত্তার অভাব বোধ করলে।
১১. রুগী নিজেই যদি ক্ষতিকর কোন ওষুধ চায়।
#তথ্যসুত্র- Medical law and ethics
২| 
০৪ ঠা অক্টোবর, ২০২৫  ভোর ৫:০৬
গোবিন্দলগোবেচারা বলেছেন: @ জেনারেশন রাজাকার- আপনার গোয়ার ফাটা নাকি এত বড় যে ওখান দিয়ে রেল গাড়ি যায়। সার্জারি করায়ে নেন না কেন? perineal repair সার্জারি করায় নিলে নিজেও মজা পাবেন, আপনার পার্টনারেরাও মজা পাবে। সার্জারির পয়সা না থাকলে মাতৃভূমি ভারতে যায়ে করায় নেন।
৩| 
০৪ ঠা অক্টোবর, ২০২৫  ভোর ৫:২২
আলামিন১০৪ বলেছেন: হিপোক্রিটাসের শপথ বাক্যে এসব বলা আছে নাকি?
 
০৪ ঠা অক্টোবর, ২০২৫  সকাল ১০:০০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: "For physicians, the question, “who decides what is ethical?” has until recently had a somewhat different answer than for people in general. Over the centuries the medical profession has developed its own standards of behaviour for its members, which are expressed in codes of ethics and related policy documents. At the global level, the WMA (World Medical Association) (has set forth a broad range of ethical statements that specify the behaviour required of physicians no matter where they live and practise. In many, if not most, countries medical associations have been responsible for developing and enforcing the applicable ethical standards. Depending on the country’s approach to medical law, these standards may have legal status. For physicians, the question, “who decides what is ethical?” has until recently had a somewhat different answer than for people in general. Over the centuries the medical profession has developed its own standards of behaviour for its members, which are expressed in codes of ethics and related policy documents. At the global level, the WMA has set forth a broad range of ethical statements that specify the behaviour required of physicians no matter where they live and practise. In many, if not most, countries medical associations have been responsible for developing and enforcing the applicable ethical standards. Depending on the country’s approach to medical law, these standards may have legal status." বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (BMA), বাংলাদেশের জন্য এই দ্বায়িত্ব পালন করে।
 
০৪ ঠা অক্টোবর, ২০২৫  সকাল ১০:১১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: হিপোক্রিটাসের শপথ বাক্য সব দেশে একই, কিন্তু এটা পূর্ণাঙ্গ কোডস অব মেডিক্যাল এথিকস না।
৪| 
০৪ ঠা অক্টোবর, ২০২৫  সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: ডাক্তার কি ফিস নিতে বাধ্য?
 
০৪ ঠা অক্টোবর, ২০২৫  সকাল ১০:০৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: একজন চাকুরিজীবি কি বেতন নিতে বাধ্য? তবে অনেক ক্ষেত্রে ডাক্তার মানবিক কারণে নির্ধারিত ফি নেন না। এটা একান্তই ডাক্তারের নিজস্ব ব্যাপার।
৫| 
০৭ ই অক্টোবর, ২০২৫  দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০২৫  রাত ৩:১৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি তো পড়ালেখা তেমন করেননি; করলে বুঝতে পারতেন, কেন অসহায় বাংগালীরা ভারত যায় চিকিৎসা করাতে!