নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু !!

মনিরুল ইসলাম বাবু

হুম

মনিরুল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

মিরপুর জাতীয় চিড়িয়াখানার কিছু পক্ষীর ছবি

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:০০

১)




২) কিছু কিছু পাখির নাম জানা নাই।

তবুও হয়ে যাক কিছু পক্ষীর ফ্যাশন শো ।

গিয়েছিলাম মেয়ে আর স্ত্রীকে নিয়ে।

দুচ্ছাই, আর কী লিখা যায় ছবিগুলোকে নীচে নামানোর জন্য!!

ক্যাপশন দিতে পারব না দেখে ভেবেছিলাম যে পোস্টের শিরোনাম দেই ' একটি বর্ণনা বিবর্জিত পোস্ট।




৩)




৪)



৫)



৬)


৭)


৮)


৯)


১০)


১১)


১২)


১৩)



১৪)


১৫)


১৬)



১৭)

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮

সৈয়দ তাজুল বলেছেন: সেইরম সুন্দর হইছে ভাউ!

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সেইরাম খুশি করে দিলেন ভাউ ;)

২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৯

সৈয়দ তাজুল বলেছেন: প্রত্যেকটা ছবির সাথে ক্যাপশন দেয়া যায় কিনা একটু দেখতে পারেন।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাইরে, সবগুলা পাখির নাম জানি না । সেইজন্য একবার চিন্তা করছিলাম শিরোনামে লিখব "একটি বর্ণনাবিবর্জিত পোস্ট" । আর কমন পাখিগুলোর নাম তো সবার জানা ।

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩

সৈয়দ তাজুল বলেছেন: আমাদের চিরিয়াখানায় সবচেয়ে কষ্টে আছে বক পাখিগুলো।
সাধারণত বক পাখিগুলো একটু দীর্ঘ উড়াউড়ি করে। কিন্তু এখানে তাদেরকে একেবারে সামান্য জায়গায় আটকিয়ে রাখা হয়েছে। আসলে প্রত্যেক প্রাণির সাথে একই ব্যবহার করা হয়েছে। কিন্তু ডুকতে গিয়েই বকের খাঁচার সাথে প্রথমে সাক্ষাত হয় তো, তাই বকের জন্য প্রথমেই একটু মায়া মায়া লাগে ;)

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনি সঠিক বলেছেন।

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: কিছু কথা লিখলে পারতেন.......

ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের মাধ্যমে উৎসাহদানে কৃতজ্ঞতা ।
সবগুলা পাখির নাম জানি না । সেইজন্য একবার চিন্তা করছিলাম শিরোনামে লিখব "একটি বর্ণনাবিবর্জিত পোস্ট" ।

৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অনেকদিন চিড়িয়াখানায় যাওয়া হয় না। আপনার ছবিগুলি দেখে বেশ ভালো লাগল।

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল ।

৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি !!!

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: উৎসাহে অনুপ্রাণিত হলাম ।

৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !!! দারুন ছবি ব্লগ !!

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: কৃতজ্ঞতা জানুন ।

৮| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: পাখি গুলো আর ছবি দারুন সুন্দর ।

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

৯| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৭

কালীদাস বলেছেন: সাপখোপের ছবি দেননি সেজন্য ধন্যবাদ ;)
খুব একটা যত্নের ছাপ নেই খাঁচার ভেতর :(

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সাপটাপ আমারও পছন্দ নয় ।
হুম, খাঁচার ব্যাপারে আপনি ঠিকই বলেছেন ।

১০| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: মিরপুর চিড়িয়া খানায় যাওয়া হয়না অনেক দিন হল, ছবি তোলার জন্য যেতে হবে। পোষ্টে ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনি ছবি তুললে সেটা ব্যাপক হবে ভাই । অনেক ধন্যবাদ ।

১১| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৮

নিকোলাস- রাহাদ বলেছেন: বাহ
অসাধারন

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আনন্দাপ্লুত হলাম ।

১২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩০

আকিব হাসান জাভেদ বলেছেন: ছবিতে ভালো লাগার ++++++কিন্তুু বিদেশী পাখিদের সুন্দর্য রক্ষার্তে আমাদের দেশী বকের করুণ অবস্থা। মনে হচ্ছে দেশি খাবারের বদলে তাকেও বিদেশী খাবার গিলতে হচ্ছে। দেশী বক খাচ্ছে বিদেশি খাবার।

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: পোস্ট ঘুরে যাওয়া আর মন্তব্যে অনেক ধন্যবাদ । দেশি বকেদের আসলেই করুণ অবস্থা ।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রতিটি খাঁচাতেই পাখির নাম লেখা থাকার কথা। তবে খাঁচার জন্য পাখি দেখা যায়না। এতো বড়বড় পাখির জন্য খাঁচার সাইজ বড় এবং দেখার সুবিধার জন্য জালির ঘনত্ব কমানো উচিত।

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনি ঠিকই ধরেছেন যে প্রতিটি খাঁচাতেই পাখির নাম লেখা আছে । কিন্তু সেগুলোতে ততোটা মনোযোগ দেয়া হয় নাই আর যা দুই একটা অজানা নাম জেনেছিলাম তা স্মৃতির পলল খুবড়ে উদ্ধার করা দুরূহ ।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রোদেলা বলেছেন: পাখী দেখলাম ,কিন্তু নাম জানা হলো না।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আসলে খাচায় নাম লেখা ছিল, কিন্তু সেখানে মনোযোগ সেভাবে দেয়া হয়নি, আর যে দু'একটা নতুন নাম জানা হয়েছিল, তা সঠিকভাবে মনে পড়ছে না ।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫

বনসাই বলেছেন: সেখানে তো আরো অনেক পাখি আছে। ময়ুরের এতো ছবি দিলেন যে! খাঁচার জালির কারণে ছবি তোলায় বেশ কসরত করতে হয়।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: হুম, আরও কিছু ছবি ছিল। ছোট ছোট জালির কারণে কিছু ছবি ভাল আসেনি।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: চিড়িয়াখানা এখন জঘন্য লাগে। তাও ভালো হয়েছে একটু ঘুরে এলেন। :P

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:০২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: :P

১৭| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

ডঃ এম এ আলী বলেছেন: মিরপুর জাতীয় চিড়িয়াখানার পাখীদের ছবি গুলি দেখে ভাল লাগল । এই চিড়িয়াখানায় ৯১ প্রজাতীর প্রায় ১৫০০ পাখী আছে বলে জানা যায় । পাখীদের বিচরণের জন্য মুক্ত আকাশের প্রয়োজন । এদেরকে ছোট্ট খাচার মত স্থানে আবদ্ধ দেখলে মনটা খারাপ হয়ে যায় । তার পরেও এদেরকে এক জায়গায় দেখতে পারি বলে কিছুটা ভালও লাগে । আপনার পোষ্টে ৪ নং চিত্রে দেখানো পেখম মেলা শ্বেত ময়ুরের ছবিটি খুব ভাল লেগেছে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শিশুদেরকে নিয়ে চিড়িয়া খানায় যাওয়া সবার প্রথম উচিত। প্রাণী বিদ্যার পাঠ হতে পারে চিড়িয়াখানা থেকেই। পোস্টে এ প্লাস।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনি যথার্থই বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৪

ওমেরা বলেছেন: খুব সুন্দর লাগল ছবিগুলো ।

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল্লাগ্লো অনেক।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৮

এলিয়ানা সিম্পসন বলেছেন: সুন্দর ছবি।

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানুন।

২১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫১

শাহিন বিন রফিক বলেছেন: বছর পাঁচেক আগে গিয়েছিলাম শেষবার, ঢাকার জ্যাম মাথায় ঢুকলে আর মিরপুরমূখী হতে মন চায় না।

০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮

মনিরুল ইসলাম বাবু বলেছেন: জ্যামের ব্যাপারে আপনি যথার্থই বলেছেন।

২২| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

জুন বলেছেন: অনেক আগে চিড়িয়াখানা যেতাম সন্তানের আবদারে । এখন আর যাওয়া হয়না বহুদিন মনিরুল ইসলাম বাবু । তবে সত্যি বলতে কি আমাদের চিড়িয়াখানার অবলা জীবদের রক্ষনাবেক্ষন দেখলে মায়াই হয় ।
তবে আপনার ছবিগুলো খুব সুন্দর ।
+

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চিড়িয়াখানার অবলা প্রাণীদের অবহেলা সত্যি দু:খজনক। ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

২৩| ২৬ শে জুন, ২০১৮ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: আমাদের চিড়িয়াখানায় অযত্ন অবহেলায় পালন করা পশু পাখি দেখে আমার খুব খারাপ লাগে। তবুও আপনি কষ্ট করে পাখিদের ছবিগুলো তুলেছেন, সে কথাটা মাথায় ছিল বলেই বোধহয় ছবিগুলো দেখতে ভালই লাগলো।

২৭ শে জুন, ২০১৮ রাত ১:০২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনি ঠিক বলেছেন। অযত্ন আর অবহেলার ছাপ স্পষ্ট।
আমার ছোট্ট ব্লগে স্বাগতম।

২৪| ৩০ শে জুন, ২০১৮ রাত ৩:০২

রাকু হাসান বলেছেন: অনেকদিন পর চিড়িয়াখানার পাখি দেখলাম , আপনার সুবাধে। সেই ২০০৮ এ গিয়েছি ..এখন কি চিড়িয়াখানার অবকাঠামোগত ,পরিবেশগত উন্নয়ন হয়েছে ?

৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:০৮

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আসলে আমি একবারই গিয়েছি, তাই তুলনা করতে পারছি না। এটা বলা যায় যে অযত্নের ছাপ আছে।

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ৮:১৫

এইচ এন নার্গিস বলেছেন: বার বার ফিরে আসি আপনার পেজে পাখী গুলো দেখতে ।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.