নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

পরাজিতা

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩


দিয়েছো ঠেলে দূরে, ডেকে কামনার সূরে
মাঝখানে ছিল কিছু অনুভব,
সাময়িক উপভোগ, হৃদয়ের অভিযোগ
করে যায় কষ্টের উৎসব!

থাকতে চাওনি একা, তাই কাছে ধরে রাখা
এ জীবন নয় কোন নিক্তি,
করে না পরিমাপ, করে যায় পরিতাপ
ভাবনায় খাঁড়া করে যুক্তি।

বেদনার উল্লাসে, নিয়তির পরিহাসে
এই প্রাণ যেন আজ যায় যায়,
আবেগের সত্ত্বা, ভুলে যায় রাস্তা
অবশেষে করে শুধু হায় হায়!

ভাসে চোখে সারাক্ষণ, আজো সেই আবেদন
শুধু একবার চাই ছুঁতে চাই,
মিটে গেছে প্রয়োজন, তাই যত প্রহসন
চাওয়া আছে প্রাণে ভালোবাসা নাই!

কাকে দিলে প্রশ্রয়, কি আশা ও আত্মায়?
কোন নতুনে পেল অধিকার?
প্রেমের ফাঁদে ফেলে, গেছে দিন হেসে খেলে
মন মত করে গেলে ব্যবহার!

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

হাবিব বলেছেন: পরাজিতা খুব তাড়াতাড়ি যেন অপরাজিতা হয়। কবিতায় ++

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার।
ভাল থাকবেন।

২| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

সাগর শরীফ বলেছেন: সুন্দর।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হাজার গোলাপের শুভেচ্ছা জানবেন।
ভাল থাকবেন।
ধন্যবাদ।

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

মিজভী বাপ্পা বলেছেন: খুবই ভালো হয়েছে :)

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ভাল লাগল।
ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ।

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় বাবু ভাই,

কবিতা সুন্দর হয়েছে । লাইক দিয়েছি ।

শুভকামনা আপনাকে ।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় পদাতিক ভাইকে।
ভাল থাকুন সারাক্ষণ।
ধন্যবাদ।

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



ভাল লেগেছে। কবিতাটি সুখপাঠ্য।+++

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: শুভেচ্ছা জানবেন কাওসার ভাই।
শান্তিতে থাকবেন।
ধন্যবাদ।

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই।
ভাল থাকুন নুর ভাই।
অনেক ধন্যবাদ।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আরোহী আশা বলেছেন: অসুন্দর বলার শক্তি নেই। অসাধারন।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসুন্দরকে অনায়াসে অসুন্দর বলবেন।
আর কিভাবে সুন্দর করা যায় সেটাও বলার চেষ্টা করবেন।
তবেই তো প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যাবে।
আজকাল লোকে কারো ভুল ধরতে ভয় পায়, পাছে রেগে যায় কিনা!
আমি মোটেও তেমনটা নই। ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভাল থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.