![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
কত শত কৌশল নির্ভীক মনোবল,
উত্তম সন্ধানে ক্ষয় যেন পদতল।
মৃত্যুতে নিপতিত সারাক্ষণ বিচলিত,
সম্মুখে ধাবমান থাক যেথা লুকায়িত।
প্রাণের কোলাহল অতিশয় প্রাঞ্জল,
রহস্যের আড়ালে প্রহেলিকা অবিচল।
আবরণ অযোগ্য চেতনায় আরোগ্য,
প্রাণ উপযুক্ত দেহ উপভোগ্য।
মানবের উত্থান নিয়মিত প্রস্থান,
আজীবন করে যায় মানবেই সন্ধান।
বিভিন্ন রীতিনীতি অফুরান সম্প্রীতি,
বিদায়ের লগ্নে অন্তরে জাগে ভীতি।
নিষ্প্রাণ হলে দেহ খোলসে ঢাকে মোহ,
কদাচিৎ অন্তরে চেতনার বিদ্রোহ।
জনহীন প্রান্তর বুকে চাপা প্রস্তর,
রহস্যে ঘেরা তবু প্রাণের সম্ভার।
বৃথা খোঁজা যুক্তি কেন এ বিভক্তি,
কি কারনে প্রিয় প্রাণ দেয় দেহ মুক্তি?
শত নীতি নিষ্ঠা বিফল এই চেষ্টা,
গুপ্ত এ তথ্য জানে শুধু স্রষ্টা।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই স্যার।
ভাল থাকুন আজীবন.।.।.।.।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ অশেষ।
ভাল থাকবেন।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।পড়ে ভালো লেগেছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: মানুষ মনে করে সে সব জেনে ফেলছে। সারা বিশ্বের সবখানে তাদের পায়ের ছাপ পড়ে গেছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: একদম ঠিক বলেছেন নুর ভাই।
অথচ মানুষ নিজের মনে কি আছে তা ই জানে না।
ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
পাশে থাকুন।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪
আরোহী আশা বলেছেন: ভালো লিখেছেন++
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকুন।
পাশে থাকুন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
হাবিব বলেছেন: দারুন হয়েছে.....................।