![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
কবি যদি মরে যায়, অকালে ঝরে যায়,
ব্যস্ত এ ভুবনে, কে তাঁর খোঁজ নেয়?
তবুও এই কবি, তুলে ধরে সব দাবী,
রাষ্ট্র বা সমাজের, বঞ্চিত সকলের।
যত সে জ্বালা সয়, তত হক কথা কয়,
মিথ্যা ঠিকই হারে, কলমেরই জয় হয়।
সত্যের সন্ধানে, ছুটে যায় সব খানে,
মানুষের কল্যানে, সব সাজা নেয় মেনে।
সয় কবি অবহেলা, কষ্টের পথ চলা,
স্বভাবটা থেকে যায়, ন্যায়ের কথা বলা।
সেই কবি একদিন, পড়ে রয় সাথী হীন,
কেউ তাঁর ব্যথা গুলো, বোঝেনি তো কোনদিন।
বলেছে যা কলমে, গেঁথে রয় মরমে,
অবহেলেছিল যারা, ঢাকে মুখ শরমে।
দু চোখের লোনা জলে, গিয়েছিল যা বলে,
আজ তা মেনে নিতে, উদ্যত সকলে।
অথচ এই কবি, এঁকেছিল যে ছবি,
ঠিক তাঁর আড়ালেই, ঢাকা ছিল এই রবি।
শত ব্যথা বেদনায়, সত্যই বলে যায়,
কার কি যায় আসে, কবি যদি মরে যায়?
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: কেউ কি চিরস্থায়ী হয় কখনো?
ধন্যবাদ নুর ভাই, ভালো থাকুন সর্বক্ষণ।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১
নজসু বলেছেন:
প্রিয় রাকু ভাইয়ের সাম্প্রতিক পোষ্টটা পড়ে খুবই মর্মাহত হলাম।
কাজী নজরুল ইসলামের মতো একজন কবিকে শেষ জীবনে
কতো দূর্ভোগ পোহাতে হয়েছে।
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: এমন অনেক কবিই আছেন যারা লোমহর্ষক কষ্ট সহ্য করেছেন তাদের জীবদ্দশায়।
ধন্যবাদ, ভাল থাকুন।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
সাইন বোর্ড বলেছেন: ভাল উপলব্ধি ।
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: কবিরা মরে গেলে চলবে?
কবিরা তো দেশের আত্মা।