নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার চেতনা

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮


পরাধীনতার গ্লানি মুছে দিল বাঙ্গালীর স্বাধীনতা,
কি আশা ছিল শহীদের প্রাণে কেউ ভাবে সে কথা?
নির্মম ভাবে লুটে নিয়েছিল মা বোনের সম্ভ্রম,
রক্ত ঝরায়ে সফলতা পেয়েছে স্বাধীনতা সংগ্রাম।

মুক্ত আকাশে উড়েছে পাখী স্বাধীন হয়েছে দেশ,
তবুও আজো বাঙ্গালীতে মিশে পরাধীনতার রেশ।
রেষারেষি আর হানাহানিতে মাতোয়ারা যেন সবাই,
ব্যক্তি স্বার্থে অন্ধ সকলে দেশেপ্রেম চেতনা নাই।

লাঠালাঠি আর কাটাকাটি হয় কত কথা বলাবলি,
ক্ষমতার নেশায় অন্ধ হয়ে স্বদেশ জলাঞ্জলি।
বাংলাকে বুকে আগলে রেখে দেশকে ভালোবাসা,
দশের সেবায় নিবেদিত প্রাণ ছিল শহীদের আশা।

লোভের পাপে দেশপ্রেম মরে বানিজ্যে নিয়েছে রূপ,
সবুজ শ্যামল সোনার বাংলা মনে হয় মৃত্যু কূপ।
ভাইয়ে ভাইয়ে আজ শত্রু হয়েছে মিথ্যা ক্ষমতা লোভে,
শহীদের সেই বিদ্রোহী চেতনা ফেঁটেছে দুঃখে ক্ষোভে।

বাংলা আছে বাঙ্গালী আছে দেশ প্রেম যেন নাই,
চিন্তা চেতনায় খাঁটি বাঙ্গালী আজো আমি খুঁজে যাই।
তাঁদের প্রাণের স্বপ্ন ছিলনা এমন বর্বরতা,
নির্ভয়ে নিজ প্রাণ সপে যারা দিয়ে গেছে স্বাধীনতা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

কাল্পনিক_জীবন বলেছেন: লেগেছে কবিতা ভালো
জলুক আপনাদের মাঝে আরো জ্ঞানের আলো। :)

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ অশেষ। ভালো থাকুন।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন নুর ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.