| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নূর ইমাম শেখ বাবু
	রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

রসে ভরা কাব্য সুধা পান করতে চাই,
কবি আছে কাব্য আছে রস তো তাতে নাই।
গদ্য টাকে পদ্য বলে চালিয়ে দেয়া যায়,
ছন্দে ছন্দে মিল না থাকলে কাব্য কেমনে হয়?
আকাশ হতেও অসীম কাব্য নেইতো সীমানা,
তাই বলে মন গড়া কথায় কাব্য তো হয় না।
কাব্য হল কবির প্রাণের ভাবনার নির্যাস,
সেই ভাবনায় উঠে আসে ব্যথীর দীর্ঘশ্বাস।
কবি কোন জাতি গোষ্ঠী কিংবা দলের নয়,
কাব্য দিয়েই কবি করেন সারা ভুবন জয়।
সব ব্যথীদের ব্যথা কবি করেন অনুভব,
সার্থকতা, অপূর্ণতা তুলে ধরেন সব।
জন্ম হতে মৃত্যু অবধি কবি কষ্ট পায়,
নিজে হাজার জ্বালা সয়েও দশের বোঝা বয়।
অনাহারে ক্লিষ্ট থেকেও কাব্যে ঢালে রস,
জগত জুড়ে সকল বীরকে কবি যোগায় সাহস।
সব সময়ই শান্তনা পাই থাকলে দ্বিধা দন্ধে,
খুশিতে মন নেচে ওঠে কাব্য রসের ছন্দে।
পদ্যাভাবে গদ্য দিয়ে বেসুরো গান গাই,
রসে ভরা কাব্য সুধা পান করিতে চাই।
 
২১ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ নুর ভাই। ভালো থাকবেন।
২| 
১৯ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০২
মাহমুদুর রহমান বলেছেন: জগত জুড়ে সকল বীরকে কবি যোগায় সাহস।
 
এখানে সাহসের স্থানে জোশ  দিলে ভালো হত। 
কবিতায় অজস্র ভালো লাগা।
 
২১ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৩| 
১৯ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০৪
পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: ভাল লাগলো।
 
২১ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| 
১৯ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:২১
স্রাঞ্জি সে বলেছেন: 
গদ্যপ কবিদের একটা অভিমত আছে। তা হলো তারা কবিতা লিখে শখের বসে। 
প্রকৃত কবিরা গদ্যপ কবিতা লিখে না। কবিতার মাধুর্য ছন্দে। আমি মনে করি  একটা কবিতা তখনিই সার্থক হই। যখন কবিতাটার ছন্দ মিল থাকে। 
 
২১ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আজকাল পাঠকের চেয়ে কবির সংখ্যা বেশী শুধু এই কারনেই। 
ভালো থাকুন। ধন্যবাদ।
৫| 
১৯ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৪৭
সাইন বোর্ড বলেছেন: আপনার হাত ধরেই বাংলা কবিতায় ফিরে আসুক অন্তমিল বা ছন্দ । মনে রাখবেন, ছন্দ ছাড়া শুধু কবিতা কেন, দুনিয়ার কোন কিছুই হয়না । সব কিছুর মধ্যেই ছন্দ আছে ।
 
২১ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: একদম ঠিক বলেছেন। ছন্দ সর্বত্র।
ধন্যবাদ আপনাকে।
৬| 
১৯ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
 
২১ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।