নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

যখন সে আসে

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮


নেচে ওঠে মন সে আসে যখন, সব কিছু ভালো লাগে,
উদাস মনে সে মধুর ক্ষণে, দারুন তৃষ্ণা জাগে।
দূর হয়ে যায় কষ্টগুলো, আলোকিত হয় আঁধার কালো,
তখন হাজার তুফান এলেও, যুদ্ধ করতে লাগে ভালো।

ফুলে ফুলে ভরে মধুর সময়, যখন মিষ্টি বুলি শোনায়,
বিবাগী প্রাণের সব যাতনা, তাঁর ছোঁয়াতে দূর হয়ে যায়।
আকাশ হতে মেঘ সরে যায়, পূর্ণিমা চাঁদ হেসে চেয়ে রয়,
বেদনারাও আনন্দ পায়, যখন মায়াবী পরশ বুলায়।

ঝরনা ঝরে যত্ন করে, নদী তারে বুকে ধরে,
সেই না নদীর স্বাধীন স্রোতে, ঢেউকে কিনার আপন করে।
তেমনি আমার হৃদয় হতে, স্বপ্ন ঝরে দিনে রাতে,
অধীর আশায় বসে থাকি, শিহরণের ছোঁয়া পেতে।

তপ্ত বালুর মরুর বুকে, বৃষ্টি ধারা ঝরে সুখে,
শুকনো পাতা যায় ঝরে যায়, মুকুল গজায় যে পুলকে।
তেমনি আমার মনের মাঝে, সারাটিক্ষণ তাঁর বিরাজে,
মোহের টানে ছুটে চলে, মন বসেনা কোন কাজে।

কলিগুলো যায় ফুঁটে যায়, বাতাস পাতায় বাদ্য বাঁজায়,
ফাগুন দিনে কোকিল ডাকে, সেইনা সূরে হৃদয় হারায়।
দুঃখও সুখের বানে ভাসে, প্রিয়া আমার যখন হাসে,
চিন্তিত দুর্বল শরীরে, হাজার বীরের শক্তি আসে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মুহাম্মদ ফয়েজ উল্লাহ বলেছেন: অসাধারণ স্যার

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

যোখার সারনায়েভ বলেছেন: ভালো হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: ছবিতে মেয়েটা এত বড় কানের দুল পড়েছে যে কান ছিড়ে পড়ে যাবার কথা !!!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হা হা হা! ভালো থাকুন!

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

জগতারন বলেছেন:
আজকেও কবি নূর ইমাম শেখ বাবু প্রেমের কবিটি পড়লাম,
খুব ভালোলাগা জানিয়ে গেলাম।

কবি নূর ইমাম শেখ বাবু -এর প্রতি সুভেচ্ছা জ্ঞাপন করছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.