![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
কোথায় যেন দেখেছি তা পড়ছে না ঠিক মনে,
চোখের সামনে মায়া মুখটা ভাসে প্রতি ক্ষণে।
নিজের মনের মতন করে মনেই ছবি আঁকি,
আপন ভেবে মনের ঘরে স্মৃতি ধরে রাখি।
নাম ঠিকানা নাই জানা তাঁর কোথায় খুঁজে পাবো?
বুকটা চিরে যায় না দেখা কি করে বোঝাবো!
পাহাড় সমান আশা নিয়ে নিত্য খুঁজে চলি,
নিরুপায় এই প্রাণের কথা কাকে খুঁজে বলি!
কত সময় পার হয়েছে কে নিবে তাঁর খোঁজ?
শান্তনা আর স্বপ্ন নিয়ে জেগে উঠি রোজ!
ভাঙা বুকের ক্ষতগুলো বাড়ায় মনের জ্বালা,
হইনি নিরাশ তাঁর কারণে সইছি অবহেলা!
দিন যত যায় ততই আমি মায়াতে হই বিভোর,
আবার কবে পাবো দেখা যাই গুনে যাই প্রহর!
কোথায় দেখেছিলাম মনে পড়েও পড়ছে না,
ভাগ্য গুণে সামনে আবার কেন আসছে না?
কারো চোখে এত মায়া আগে দেখিনি,
উজাড় করে কাউকে এত ভালোবাসিনি!
সব থেকেও আজকে যেন নিঃস্ব হয়েছি,
পড়ছেনা ঠিক মনে তাকে কোথায় দেখেছি!
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
মাহমুদুর রহমান বলেছেন: আহা!
সুন্দর কবিতা।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেকানেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালো থাকুন সব সময়।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
রাজীব নুর বলেছেন: তাহলে এই গানটি আপনার জন্য
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেকানেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালো থাকুন সব সময়।
(দারুণ গান নুর ভাই।)
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অনেকটা সে স্বপ্নে দেখা রাজকন্যা...
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেকানেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
অবনি মণি বলেছেন: সুন্দর। চলুক!