নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

সর্বনাশা বাবা

০৭ ই মে, ২০১৯ রাত ১১:১১


পায়ে হেঁটে ফিরত বাড়ি, হঠাৎ শুনি তিনটি গাড়ি
কদিন আগেও পাড়ার মোড়ের চায়ের দোকানদার,
কলার ধরে তিরিশ টাকা, আদায় করল চোখে দেখা
বল্ল আরো- যারে ব্যাটা, পাবি না বাকী আর।

ঘরে তিনটি ছেলে মেয়ে, দিন কেটে যায় খেয়ে না খেয়ে
বউটা করে বাসায় বাসায় বুয়াগিরির কাজ,
আঙ্গুল ফুলে কলা গাছ সে, বনানীতে বাড়ি আছে
যার তাঁর সাথে কথা বলার সময় নেই তাঁর আজ।

ফোনের পরে ফোন বারেবার, মনে হচ্ছে আজব কারবার
ছেলে মেয়েরা চড়ে বেড়ায় পৃথক পৃথক গাড়ি,
শুনছি নাকি আগামী মাসে, গুলশান দুইয়ের লেকের পাশে
কিনতে যাচ্ছে আরও একটি বিলাশ বহুল বাড়ি।

সবাই বলে ব্যাপার আজব, পাড়ার লোকে ছড়ায় গুজব
আলাদিনের চেরাগ ছাড়া কেমনে এত টাকা?
নামি দামী হোটেলে সে, কি জানি কি মিটিং করে
পাড়ার মোড়ে ভুলেও তারে, যায়না যে আর দেখা।

সে দিন দেখি কাগজ জুড়ে, অনেক লেখা তাকে নিয়ে
বিখ্যাত আজ হয়ে গেছে ছিল হাবা গোবা,
পেপার পড়েই জানা গেল, এত টাকার উৎস ছিল
যুব সমাজ ধ্বংসকারী সর্বনাশা বাবা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৯ সকাল ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: নূর ইমাম শেখ বাবু ,




সমাজ বাস্তবতার কবিতা।

০৮ ই মে, ২০১৯ রাত ১০:২২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা জানাই সব সময়।

২| ০৮ ই মে, ২০১৯ দুপুর ১:০৬

মেঘ প্রিয় বালক বলেছেন: যুব সমাজ আজ এই মাদক শ্রেবনে ধ্বংস।

০৮ ই মে, ২০১৯ রাত ১০:২২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা জানাই সব সময়।

৩| ০৮ ই মে, ২০১৯ দুপুর ২:৩৫

সাহিনুর বলেছেন: দারুন লিখেছেন,আপনার কবিতা গুলো বেশ সঠিক এবং ছন্দময় ।

০৮ ই মে, ২০১৯ রাত ১০:২২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা জানাই সব সময়।

৪| ০৯ ই মে, ২০১৯ রাত ১২:০৪

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় অজস্র ভালো লাগা।

০৯ ই মে, ২০১৯ দুপুর ১২:১৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা জানাই সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.