নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবুই পাখি

নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে আর কোনো বড় সম্পদ নেই।

বাবুই পাখি ০০৭

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মত।

বাবুই পাখি ০০৭ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব... প্রেম... এবং তার কনসিকোয়েন্স

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কেমন যেন একটা ট্রেন্ড তৈরি হচ্ছে। নিচের কাহিনী টা ইদানীংকালের সাপেক্ষে খুব ই সাধারন। কে বা কারা যেন প্রেম করার এক অলিখিত এলগরিদম তৈরি করে দিচ্ছে। অনেকে অন্ধের মত সেই এলগরিদম অনুসরন করছে। পরিণতি কিন্তু বিপদজনক!

অপ্রয়োজনীয় কাহিনী বাদ দিয়ে কেবল মূল কাহিনী তে ফোকাস করলাম।

.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।



একটা ছেলে একটা মেয়ে কে পছন্দ করছে। ছেলেটা মেয়ে টার ঘনিষ্ঠ হতে চাচ্ছে। 'বন্ধুত্ব' শুরু করছে। মেয়েটা যে ছেলেটার এতটাই কামনার চরিত্র হয়ে উঠছে মেয়েটা সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারছে না। মেয়েটার মনে হয়ত অন্য কোন চরিত্র ডাল পালা ছড়িয়ে বেড়াচ্ছে। যেহেতু আজকের দিনে ছেলেতে- মেয়েতে বন্ধুত্ব অনেকটাই সহজ ও স্বাভাবিক। মেয়েটাও সেই 'বন্ধুত্ব' চালিয়ে যাচ্ছে। এটা সেটা শেয়ার করছে। মজা করছে। বন্ধুতে বন্ধুতে যা হয়। ছেলেটার কাছে এই সহজ ব্যাপার গুলোই ধরা দিচ্ছে অন্য অর্থ নিয়ে। সে ভাবছে এই বন্ধুত্ব টা সম্পৃক্ত হলেই ভালোবাসার কথা জানিয়ে দিবো। মেয়েটার ভাবনা অন্য... ছেলেটাকে সে দেখে 'বন্ধু' হিসাবে... সঙ্গি হিসাবে। অন্য দ্বিতীয় কোন চিন্তা বা পরিকল্পনা তার নেই। ছেলেটা- মেয়েটার যোগাযোগ আরও বাড়ে। তারা এখন অবসরে ঘুরতে যায়... এক সাথে খায়... মুভি দেখে... মেয়েটা অবচেতনে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে ছেলেটার।

.

.

.

এরপর হয়ত মেয়েটার সাথে কোন এক দিন তার স্বপ্নের ছেলেটির যোগাযোগ হয়। তারা প্রেমে পড়ে। মেয়েটি তার সেই ছেলে 'বন্ধু' টিকে তার আনন্দের কথা... স্বপ্ন পূরণের কথা জানায়...

ছেলেটা অবাক হয়... স্তব্ধ হয়... আবেগের আতিশয্যে নিজের স্বপ্ন ভঙ্গের কথা জানায়...

এবার মেয়েটা অবাক হয়... স্তব্ধ হয়... তার চেয়ে বড় কথা সে হয় কিংকর্তব্যবিমুর ...

.

.

.

ছেলেটা জানতে চায়... তার সাথে এমন কেন করা হলো!

মেয়ে নিশ্চুপ।মেয়ে বুঝে না... ক্যামন করা হলো... মেয়ে ভাবে তোমাকে তো আমি 'ভাই' এর মতই দেখতাম...

.

.

ছেলেটি বন্ধুত্ব রাখতে চায় না... সে অপরাধবোধে ভুগে...

মেয়েটি বন্ধুত্ব রাখতে চায়... সেও অপরাধবোধে ভুগে...

কোন রকম জোরা তালি দেয়া বন্ধুত্ব চলতে থাকে...

এবার সমস্যা করে প্রেমিক। সে এই বন্ধুত্ব মেনে নিবে না।

চলতে থাকে কথা কাটাকটি... ঝগড়া... মনোমালিন্য...

প্রেমিক অপশন দেয়... হয় আমি নয়ত ছেলে ফ্রেন্ড...

প্রেমিকও অপরাধবোধে ভুগে... সে তো চায় নি কারো ফ্রেন্ডশিপ ভাঙতে... সে নিজের ... শুধুই নিজের একজন জীবন সঙ্গি খুজেছে...

.

.

.

এই জটিলতার কোন সহজ সমাধান নেই। জানিনা মেয়েটি কি বেছে নিবে...

যাই বেছে নিক... তিনটি হৃদয় রক্তাক্ত...

.

.

.

এবার আসা যাক অন্য কথায়...

দোষ টা কার?

মেয়েটির?? - না। সে কথাও কোন ভুল করে নাই। সে তার মত ঠিক ও সৎ ছিল।

ছেলে বন্ধুর?? - তাকেই বা দোষ দেই কিভাবে... সবাই তাকে শিখাইসে প্রেম এর প্রথম ধাপ হলো 'বন্ধুত্ব'... সে তাই করে গেছে...

প্রেমিকের? - না। সব দিক বিবেচনায়...

.

.

.

কারোর দোষ নাই... কিন্তু সম্মিলিত এত বড় দোষ! কিভাবে সম্ভব...!!

.

.

গল্পটা বুঝুন... ভেবে দেখুন।

আপনিই হয়ত মেয়েটি... হয়ত ছেলে বন্ধুটি... বা হতভাগ্য প্রেমিক টি...

মেয়েদের বলবো- ফ্রয়েডের তত্ত্ব পড়বেন। একটা ছেলে কে তার অনুমতি ছাড়া 'ভাই' বানানোর মত বোকামি করবেন না...

ছেলেদের বলবো- বিবেকবান হও। একটা মেয়েকে অনুমতি ছাড়া 'বৌ' ভাবার মত বোকামি করবে না।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

shfikul বলেছেন: বোঝার দরকার আছে।ভুক্তভোগী যে খুব ভালো ভাবেই বুঝতেছে।এই লেখাটায় কোনো মন্তব্য নেই কেনো বুঝলাম না!পাব্লিকের মাথায় কী রাজনীতি,আস্তিক আর নাস্তিক ছাড়া আর কিছু নাই নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.