![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানামাছি মিথ্যা, কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মত।
আমার মতে, একটা মানুষের কখনোই নিজের ইন্দ্রিয় , অনুভুতি ও বিবেকের উপর পূর্ণ বিশ্বাস রাখা উচিত না। এগুলার অনেক সীমাবদ্ধতা আছে। একটা মানুষ কে একটা নতুন রঙ কল্পনা করতে দিলে সে কি তা করতে পারে ?
একুরিয়ামের পানির বাইরে থেকে মানুষ তো সারা জীবনই ভিতরের মাছের অবস্থান ভুল দেখে আসছে...
আর বিবেক জিনিসটা তো অনেক উদ্বায়ী। পারিপার্শ্বিকতার পরিবর্তনে, লোভে, প্ররোচনায়,স্বার্থপরতায়, জ্ঞানের সীমাবদ্ধতায় বিবেক প্রায়ই ভুল সিদ্ধান্ত দেয়... দিবে।
তাই এই ইন্দ্রিয়, অনুভুতি ও বিবেকের উপর পূর্ণ 'বিশ্বাস' রেখে ... সেটার সাপেক্ষে সব কিছুকে বিচার করা... সঠিক ফলাফল দিবে না সবসময়। কখন ফলাফল সঠিক আসবে আর কখন আসবে না... সেটাও যদি জানা না থাকে ... কারোরই উচিত হবে না কনফিডেন্সের সাথে তত্ত্ব প্রতিষ্ঠার বা প্রতিষ্ঠিত তত্ত্ব সংশোধনের চেষ্টা করা।
মানুষ যা দেখে সবই ঠিক এটা ভাবার যেমন কারন নেই... যা দেখে না, তার সবই ভুল বা মিথ্যা সেটা ভাবারও কোন কারন নাই।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
বাবুই পাখি ০০৭ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
ছন্দ্বহীন বলেছেন: Dorshon valo legese.. Ovinondon janben..