নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির সেরা প্রাণী আমি তবে নামে মাত্র, কর্ম এখন সম্পূর্ন রুপে প্রমান করে না। লেভেল লো, ডে বাই ডে আপডেটের প্রয়াসে আছি। দেখতে, বলতে, শুনতে, করতে চাই সেরা। তারপর সেরাদের সেরা। আমি ছাত্র, প্রকৃতি আমার শিক্ষক।

বাবুই বাবু

বাবুই বাবু › বিস্তারিত পোস্টঃ

"আর কয়েক ঘন্টা পরেই ম্যারাডোনা এবং পেলের পাশে থাকবে মেসি"

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৬

অমরত্বের পেয়ালায় চুমু খেয়ে মেসি কি এবার বলতে পারবেন, বাহ! জীবনটা তো বেশ! ফুটবল ইতিহাসে অমর হওয়ার, সর্বকালের সেরাদের একজন হওয়ার মঞ্চটা তৈরি। জার্মানির সঙ্গে মারাকানার ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা। এবং বিশ্ব ফুটবলের আর প্রায় সবই জিতে নেয়া মেসির এখন বিশ্বকাপ জিতে নেয়ার সময়। আর তা পারলেই পেলে- ম্যারাডোনার সঙ্গে একই ব্রাকেটে উচ্চারিত হবে মেসির নাম। মেসি কি পারবেন?



ফিফার চারবারের বিশ্ব বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি। এই ২৭ বছর বয়সে ক্লাব ফুটবলের রেকর্ডের সবই প্রায় স্পর্শ করা হয়ে গেছে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে কি জাদুই না দেখিয়ে আসছেন! বার্সার সঙ্গে সব মিলিয়ে ৪২৫ ম্যাচে ৩৫৪ গোলে ঈর্ষণীয় রেকর্ড। তিনবার জিতেছেন ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্ব চ্যাস্পিয়ন্স লীগের শিরোপা। ৬টি লা- লীগা শিরোপা। আরও ঢের কিছু। কিন্তু মেসির সব অর্জনই আজ ইতিহাসের সেরার সাফল্যের নিক্তিতে মাপা হবে।



এই একটি ম্যাচের সাফল্য মেসিকে দিতে পারে অমরত্ব, ব্যর্থতা হয়তো কেড়ে নেবে না কিছুই। কিন্তু খুব ম্লান মনে হবে সব। শুধুই বৃথা লাগবে। এমনকি মেসির কাছেও হয়তো! একবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়ে মেসি বলেছিলেন, ‘আমি চাই লোকে আমাকে খেলার জন্য মনে রাখুক।’ তা বিশ্বে তাকে খেলার জন্য, তার জাদুকরি ফুটবলের জন্যই মনে করা হচ্ছে। শিল্প, সুশমা, কৌশল, নিপুণতা সব বিশেষণে বিশেষিত মেসি। তার খেলা প্রাতঃস্মরণীয়। ভিনগ্রহের ফুটবলার তাকেই তো বলা হয়। আর মারাকানায় তার

জন্য এমন এক ফাইনালের মঞ্চ, যেখানে সত্যি নিজেকে প্রমাণের দায়! ১৯৫৮ সালের পেলে ১৭ বছরেই অমরত্ব পেয়েছেন। ২০১০- এ ইনিয়েস্তা। মাঝে আরও কতজন। তবে সর্বকালের সেরায় প্রথম দিকে উচ্চারিত নাম দিয়েগো ম্যারাডোনার। চলে আসেন জিনেদিন জিদান, রোনালদোরা। বিশ্বকাপের মতো সর্বোচ্চ আসর তাদের ফুটবল সৌন্দর্যে হয়েছে মোহিত। প্রত্যেকেই ক্লাব ফুটবলে অনেক কিছু অর্জন করেছেন। কিন্তু ইতিহাসের গ্রেট, সর্বকালের সেরা তারা বিশ্বকাপ ফুটবলে দলকে শিরোপা জিতিয়ে, ফুটবল বিশ্বের মানুষের মন জয়

করে। ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের এক হিরো রবার্তো রিভেলিনো। তার কথায়, ‘আর্জেন্টিনা জিতলে মেসি পেলে ও ম্যারাডোনার

পাশে গিয়ে দাঁড়াবে।’ এই যে পেলে ও ম্যারাডোনার পাশে গিয়ে দাঁড়ানো, তা কি এখন নেই? আছে তো। যে মাপের ফুটবল খেলেন তাতে এই

কিংবদন্তিদের সঙ্গেই উচ্চারিত হন। কিন্তু আন্তর্জাতিক ফুটবল বা বিশ্ব ফুটবল বা ইতিহাস, একসঙ্গে সব কিছুতে, সব শ্রেষ্ঠত্বের খাতায় উচ্চারিত হলে একদিক দিয়ে পিছিয়ে যান মেসি সেটা বিশ্বকাপ। ৩টি বিশ্বকাপ খেললেও তার অর্জনের ঝুলিতে বিশ্বকাপ শিরোপা নেই। এই তো সুযোগ! ম্যারাডোনার নাম উচ্চারিত হলে বিশ্বের সবার চোখের সামনে চলে আসে বিশ্বকাপ। ১৯৮৬ বিশ্বকাপ আর্জেন্টিনাকে প্রায় একাই জিতিয়েছেন। পরের বিশ্বকাপের ফাইনালেও নিয়েছিলেন। হেরে কাঁদতে হয়েছিল। সেই কান্নার স্মৃতিও ফুটবল

রোমান্টিকদের মনে এখনও তাজা। কিন্তু মেসির নাম উচ্চারিত হলে এখনও কিন্তু ইউরোপিয়ান ফুটবল, ক্লাব খেলার মোহনীয় জাদু চোখে ভাসে। তবে ব্রাজিলের এই ২০১৪ বিশ্বকাপ তার নিয়ন্ত্রণেই আছে। শাসন করেছেন। ৪টি গোলও করেছেন। ফাইনালের সবচেয়ে আলোচিত এবং আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় অধিনায়ক। আগের ম্যাচটি ছিল তার ৯২তম। ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন। কিন্তু ৯১ ম্যাচ খেলা ম্যারাডোনা বিশ্বকাপের নকআউট পর্ব স্মরণীয় করে রেখেছেন তার নৈপুণ্যে। অসাধারণ গোলে, একক কৃতিত্বের গোলে ভাস্বর ম্যারাডোনা। কিন্তু ৪ গোল করলেও তা প্রথম রাউন্ডে করেছেন মেসি। আন্তর্জাতিক পর্যায়ে সব সময় যেন

নিজেকে মেলে ধরতে পারেন না। তবে এসব কিছুই আজ হবে ইতিহাস। যদি মেসি পারেন। তেমন কিছুই না। মেসিকে শুধু জিততে হবে। নিজের প্রতিভার কিছু ঝলক ছড়িয়ে জিততে পারলে তো ভালো। তা না হলেও শুধু জয় হলেও চলবে। শুনতে ভালো না লাগলেও এটা বাস্তবতা। আগের দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বপ্ন ভেঙেছে। দু’বারই হারিয়েছিল জার্মানি। সেই জার্মানদের হারিয়ে আজ বিশ্বকাপটা মাথার ওপর তুলতে পারলেই সর্বকালের সেরা হবেন মেসি। আরেকটি নির্মম বাস্তবতা, জিততে না পারলেই নয়। এখন শুধু কয়েক ঘন্টা অপেক্ষার পালা, মেসি কি পারবে……… পেলে, ম্যারাডোনার পাশে দাঁড়াতে????

**** মেসির এখন শুধু মাথার ওপর বিশ্বকাপ শিরোপা তুলে ধরা ছবিটা খুব দরকার!

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: জাভি অথবা ইনিয়েস্তার পাস ছাড়া মেসি গোল করতে পারেনা।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৩

বাবুই বাবু বলেছেন: #নীল_আকাশ তা হলে এবারের বিশ্বকাপে ৪ টা গোল করলো কি ভাবে???

২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪

কেএসরথি বলেছেন: @নীলআকাশ: জাভি আর ইনিয়েস্তা তো এইবার ছিল না, তাও ৪টা গোল আসল কোথা থেকে। তাও সবগুলা নিজের বানানো।

@লেখক: মেসি বর্তমান সময়ের আর অন্য যেকোন খেলোয়াড়ের চাইতে বেশী বিশ্বকাপের দাবীদার। কারন সে তার খেলোয়াড়ী জীবনে যা করেছে, সেসব আসলেই প্রশংসার দাবী রাখে। কিন্তু দুঃখের কথা যে কখনও বিশ্বকাপ জয় করতে পারেনি।

এবারও পারবেনা, কারন জার্মানীর যে দল সেটা অনায়াসেই আর্জেন্টিনাকে ধরাশায়ী করার ক্ষমতা রাখে - আর মেসি একা ৫জন ডিফেন্ডারের সামনে কিইবা করবে!

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৬

বাবুই বাবু বলেছেন: কেএসরখি.... আমি মনে করি বর্তমানের আর্জেন্টিা টিম টা বিশ্বকাপ জয়ের দাবীদার।

৩| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৮

সামুর ~ পোকা বলেছেন: সুন্দর বিশ্লেষণ । নীল আকাশ ২০১৪ ভাই এর মন্তব্য পড়ে হাসি আসলো। :) :)

আমার মনে হচ্ছে আজকের ম্যাচ মেসিকে ম্যাড়াডোনা আর পেলের পাশে নিয়ে যাবে। অপেক্ষায় আছি রাত ১ টার ।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৭

বাবুই বাবু বলেছেন: ধন্যবাদ "সামুর‍‍‌‌‌‌‌-পোকা"

৪| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৬

চড়ুই বলেছেন: জার্মান জিতবে । :) :)

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩০

বাবুই বাবু বলেছেন: যে দলের সাপোর্ট থাকে সেই দলই জিতবে এটাই আশা করা স্বাবাভিক "চড়ুই। তবে এবারে বিশ্বকাপটা মেসি নিলেই কি ভালো নয়????

৫| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

চড়ুই বলেছেন: না। X( X( X(

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০২

বাবুই বাবু বলেছেন: কেন চড়ুই?? যুক্তি কি????

৬| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

নিজাম বলেছেন: শুভ কামনা রইল মেসির প্রতি। এমন খেলোয়াড়ের কাছে বিশ্বকাপটা না গেলে বিশ্বকাপটাই বরং লজ্জা পাবে। যেমন বিশ্বকাপটা লজ্জিত হয়েছিল পুসকাস এবং ক্রইফ-এর কাছে না যেতে পেরে।

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২

বাবুই বাবু বলেছেন: ধন্যবাদ, নিজ + আম

৭| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আর্জেটিনা জিতুক।

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

বাবুই বাবু বলেছেন: তাই যেন হয় "বঙ্গভূমির রঙ্গমেলায়"

৮| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩

আয়রন ম্যান বলেছেন: আমি আর্জেন্টিনা সমর্থক না হলেও চাই আর্জেন্টিনাই জিতুক। কারণ জার্মানী একটা উন্নত সমৃদ্ধশালী দেশ। বিশ্বকাপ তারা না জিতলেও তাদের কোন ক্ষতি হবে না। প্রক্ষান্তরে আর্জেন্টিনার মতো একটা উন্নয়নশীল দেশ, যারা বলতে গেলে ফুটবলের জন্যই বিশ্বে সর্বাধিক পরিচিত। তাই এবারের বিশ্বকাপটা মেসি বাহিনী জিতলেই ভাল হবে।
------------------------
তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলে জার্মানি-আর্জেন্টিনা ফাইনালে উত্তীর্ণ হয়েছে তাতে কোন ব্যক্তি বিশেষকে হিসাব না করে একটা দলকে বিবেচনা করলে আর্জেন্টিনার চাইতে জার্মান টিমটা দক্ষতায় এগিয়ে আছে।

৯| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬

খাটাস বলেছেন: বাবু ভাই আপনার ব্লগে আমি স্বাগতম। :) জার্মানি জার্মানি :D

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৮

বাবুই বাবু বলেছেন: ধন্যবাদ "খাটাস" ভাই

১০| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: তাই নাকি!?
দেখা যাক, তবে... ;)
খুব কিন্তু বাকি নেই সেই মাহেন্দ্রক্ষণের ...! মাত্র ঘন্টা কয়েক...
দেখার অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে... সামান্য ফুটবল ভক্ত হিসেবে...

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৩

বাবুই বাবু বলেছেন: :)

১১| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: তাই নাকি!?
দেখা যাক, তবে... ;)
খুব কিন্তু বাকি নেই সেই মাহেন্দ্রক্ষণের ...! মাত্র ঘন্টা কয়েক...
দেখার অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে... সামান্য ফুটবল ভক্ত হিসেবে...

দেখা যাক কে কার পাশে দাঁড়ায় ...

১২| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মেসির হাতে বিশ্বকাপ দেখতে সত্যিই ভাল লাগবে

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

বাবুই বাবু বলেছেন: :)

১৩| ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

মূহুর্ত বলেছেন: আর্জেন্টিনা :D :D :D :D :D :D
আর্জেন্টিনা B-) B-) B-) B-) B-)
আর্জেন্টিনা :#) :#) :#) :#) :#) :#)
আর্জেন্টিনা :-B :-B :-B :-B :-B :-B

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৫

বাবুই বাবু বলেছেন: :)

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৫

বাবুই বাবু বলেছেন: :)

১৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৩

হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: নীল আকাশ ২০১৪ ..জাভি ,ইনিয়েস্তা রা তো এইবার বিশ্বকাপ খেলল ... তো ওরা একটা গোল কেন দিতে পারল না এইডা আমারে আগে বুঝান ... ;) ;)

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬

বাবুই বাবু বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.