নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টির সেরা প্রাণী আমি তবে নামে মাত্র, কর্ম এখন সম্পূর্ন রুপে প্রমান করে না। লেভেল লো, ডে বাই ডে আপডেটের প্রয়াসে আছি। দেখতে, বলতে, শুনতে, করতে চাই সেরা। তারপর সেরাদের সেরা। আমি ছাত্র, প্রকৃতি আমার শিক্ষক।

বাবুই বাবু

বাবুই বাবু › বিস্তারিত পোস্টঃ

"My Self"

০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

অনেকদিন ধরে ভাবছি নিজের সম্পর্কে কিছু লেখা দরকার। আমি কেমন ছেলে সবার একটু জানার দরকার তাই আজ আমার সম্পর্কে খুব ছোট করে কিছু লেখলাম।..

ডানপিটে, অবাধ্য ও নিষ্টুর ছেলে আমি। অন্যের দূর্বলতার সুযোগ নিতে বিন্দুমাত্র দ্বিধা করি না, অযখা ঝামেলা পাকানোর উস্তাদ আমি। সংঘাতপ্রিয় ও আগ্রসী এবং নোংরা কৈাশল খাটিয়ে স্বার্থ উদ্ধারের অসামান্য দক্ষতা আছে আমার। সুঠাম দেহের অধিকারী না হলেও মোটামুটি শক্ত-সামর্থ আছি। নেতৃত্ব দিবে খুব ভালোবসি আমি, তবে নিজের ভালো বুঝি ১৬ আনা। বিবেকের দংশন কি জিনিশ কখনো শিখিনী আমি।

এমন বেপরোয়া চরিত্রের ছেলে আমি। জীবনে অসংখ্য ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হয়ে সময়ের পরিক্রমায় যে বিধ্বংসী মানুষে পরিনত হয়েছি আমি তাতে অবাক হওয়া কিছু নাই।

তবে জীবন যুদ্ধে আমি একজন সফল সৈনিক, খাবার পেলে খাই, বসার সুযোগ পেলে কখনো দাঁড়িযে থাকি না, আর ঘুমানোর সুযোগ থাকলে জেগে থাকি না যতক্ষন না সেটা আমার কর্তব্য পালনে পরিপস্থী হয়।

***নিজের সামর্থ ও বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত আত্ববিশ্বাসী আমি।

বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই
“এখনো কি করিস তুই ‘শিল্পের বড়াই’?
বড় ভাব দেখাতি তুই কোন এক যুগে”
বাবুইরে পিন মারিল চড়াই এই সুযোগে।
দুঃখের কথা আর কি বলিব চড়াই
জীবনের সাথে রোজ করিতেছি লড়াই
যুগে যুগে তাল গাছে ছিল মোর বাসা
ঘর টিকিয়ে রাখা মোর আজ দূরাশা
তালগাছ আজ সব নেতাদের দখলে
‘কি করিব’ তাই ভাবি উঠে রোজ সকালে?
বিচার মানতে রাজী তবু তালগাছ ছাড়ে না
এপার্টমেন্টে থাকতে হবে তালগাছে আর না।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.