নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবু ইসলাম০০৭

লেখার মত কিছুই নেই আমার।

বাবু ইসলাম০০৭ › বিস্তারিত পোস্টঃ

ওসামা অভিযানে ব্যবহূত ছুরি নিলামে বিক্রি

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪

সকালের খবর ডেস্ক: আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযানে নেভি সিল বাহিনীর ব্যবহূত একটি পকেট ছুরি নিলামে বিক্রি হয়েছে। ৩৫ হাজার চারশ’ ডলারে বিক্রীত ছুরিটির অর্থ অভিযানে অংশ নেওয়া নেভি সিল কর্মকর্তা ব্রেট শ্যাডলের পরিবারকে দেওয়া হবে। ব্রেট শ্যাডল এ বছরের মার্চে একটি প্রশিক্ষণ-দুর্ঘটনায় মারা যান। এএফপি।

পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের বাড়িতে বহু আলোচিত ২০১১ সালের ২ মের অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের এলিট ফোর্স নেভি সিল। অভিযানে অংশ নেওয়া ছয় সদস্যবিশিষ্ট নেভি সিল বাহিনীর আরেকজন ম্যাট বিসোনেট। ছয়জনের মধ্যে তিনিই একমাত্র ছুরি ব্যবহার করেন।

প্রসঙ্গত, ব্রেট শ্যাডল ও ম্যাট বিসোনেট ভালো বন্ধু ছিলেন।

বিসোনেটকে ২০০৩ সালে চাকুটি সরবরাহ করে ছুরি বানানোর বিখ্যাত প্রতিষ্ঠান ‘ইমারসন নাইভস’। ওসামা অভিযান ছাড়াও আরও বেশ কয়েকটি অভিযানেও বিসোনেট ওই ছুরিটি ব্যবহার করেন। ম্যাট বিসোনেট ওসামা হত্যা অভিযানের পর মার্ক টোয়েন ছদ্মনামে ‘নো ইজি ডে’ নামে একটি বইও প্রকাশ করেন।

সম্প্রতি বিসোনেট ওয়াশিংটন ভিত্তিক অনলাইন বাজার কমব্যাট ফ্লিপ ফ্লপসে চাকুটি নিলামে তোলেন। নিলামে তোলার কিছুক্ষণের মধ্যেই চাকুটি অজ্ঞাত এক ব্যক্তি ৩৫ হাজার চারশ’ ডলারে কিনে নেন।

চাকু ছাড়াও ওই নিলামে আরও কয়েকটি বিশেষ অপারেশনের সরঞ্জাম তুলে প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার সংগ্রহ করা হয়। নিলাম আয়োজনে সহায়তাকারী সাবেক আর্মি রেঞ্জার সদস্য ম্যাথিউ গ্রিফিন জানান, চাকু থেকে উত্তোলিত ৩৫ হাজার ডলার ব্রেট শ্যাডলের পরিবারকে দেওয়া হবে।

২৪ ফান্ডরাইজার ডট কমকে বিসোনেট জানান, কমব্যাট ফ্লিপ ফ্লপসের মালিক আমার বন্ধু। তিনি যখন আমাকে ছুরিটি নিলামে তুলতে বললেন, আমি সানন্দে রাজি হয়ে গেলাম। কারণ ছুরিটি থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ শ্যাডলের পরিবারকে দেওয়া হবে। আমি যেকোনোভাবে ওই পরিবারটিকে সাহায্য করতে চাচ্ছিলাম। সংগৃহিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.