![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিল্লিতে বাসে গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া সেই মেডিক্যাল শিক্ষার্থীকে এখনও ভুলতে পারেননি ভারতীয়রা। তার স্মরণে দেশটির কোথাও না কোথাও প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে। ভারতে জাতীয় পুরস্কার পাওয়া এক কৃষক তার নামে নতুন একটি আমের নামকরণ করেছেন। আমটির নাম দেওয়া হয়েছে ‘নির্ভয়া’। ভারতের উত্তর প্রদেশের মালিহাবাগ এলাকায় নতুন এই সঙ্কর জাতের আমটি উত্পাদিত হয়েছে। দেশটির বিভিন্ন সংবাদপত্র এ খবর প্রকাশ করেছে। আম উত্পাদনের জন্য ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’ পাওয়া আমচাষি কালিমউল্লাহ খান এই নাম রেখেছেন। ভারতে তিনি ‘ম্যাংগো ম্যান’ হিসেবে সমধিক পরিচিত। তিনি একটি আমগাছে ৩০০ রকমের আম উত্পাদন করে বিশ্ববাসীকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তার নাম রয়েছে ‘লিমকা বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডস’-এ। এবার তিনি তার উদ্ভাবিত সর্বশেষ আমটির নাম রাখলেন ‘নির্ভয়া’। কয়েক মাস আগে দিল্লিতে একটি বাসে গণধর্ষণের শিকার হন ওই মেডিক্যাল শিক্ষার্থী। ঘটনাটি দিল্লিজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সেই শিক্ষার্থী সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। তার প্রকৃত নাম জানা যায়নি। ভারতের গণমাধ্যম তাকে ‘নির্ভয়া’ আখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে। মেয়েটি ধর্ষকদের সঙ্গে জীবন বাজি রেখে লড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কাছে পরাস্ত হতে হয়। ওয়েবসাইট।
©somewhere in net ltd.