নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢেউ টলোমল পদ্ম পুকুর

বাবুল অাবদুল গফুর

লেখক, চিত্রশিল্পী ও সরকারি চাকুরিজীবী

বাবুল অাবদুল গফুর › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:১০

হেমন্ত
বাবুল আবদুল গফুর

হেমন্তের যেদিন ব্লাউজ পড়তে গিয়ে হঠাৎ ফসকে-
পড়ে গেলো বুকের কাপড়-
সেদিন বুঝেছিলাম কি ধবধবে সাদা তার বুকের সতর!
বলেছিলাম, থামো। আমি অারও মন্ত্রমুগ্ধ হয়ে দেখি-
কতটা পুরুষ তুমি ধরে রেখেছো-
তাদের নরম চোখ দেখি কতটা ঠাণ্ডায় ভয়ংকর।
হেমন্ত আমাকে অবাক করে দিয়ে সেই ব্লাউজ খুলে দেখালো-
সাদা কাশফুল আর নীল মেঘের নখর আঁচড়!
একটা হাঁটুজল নদে কাক আর দু’কূল বসে-
নির্মম দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের এককোণ-
যেন নীল রঙ আকাশের হতে পারে তাদের নেই সেইটুকু বিশ্বাস-
যেন হতেই পারেনা নীল রঙের আকাশ এতোটা সুন্দর।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা মুগ্ধতায় পূর্ণ।

২| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

বাবুল অাবদুল গফুর বলেছেন: আপনাকেও অভিনন্দন কবি মাহমুদুর রহমান সুজন। আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৩| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P



আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৬

বাবুল অাবদুল গফুর বলেছেন: কবিতা আমার প্রাণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.