![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুনছো কথা বুকের ভেতর দাঁড়ি, কমায়!
বাবুল আবদুল গফুর
মন খারাপের এখন অনেক ব্যবসা তোমার
তোমার মতো সাজিয়ে নিলে একেক করে
দিব্যি আকাশ বাড়িয়ে মেঘে কাঁদবে যখন
ইচ্ছে হলেই আগুন লাগাও তোমার ঘরে।
আমি তখন যোজন দূরে, দূর পাড়াগাঁয়
ভাবছি মিছে মন খারাপে ভাবছো আমায়
ব্যস্ত চোখে পথ চেয়ে এক পাখির মতো
বুনছো কথা বুকের ভেতর দাঁড়ি, কমায়!
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৯
বাবুল অাবদুল গফুর বলেছেন: ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, সুন্দর লিখেছেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।