নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢেউ টলোমল পদ্ম পুকুর

বাবুল অাবদুল গফুর

লেখক, চিত্রশিল্পী ও সরকারি চাকুরিজীবী

বাবুল অাবদুল গফুর › বিস্তারিত পোস্টঃ

ঢেউ টলোমল পদ্ম পুকুর

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৯

বিষাক্ত
বাবুল আবদুল গফুর

আমি যেখানে থাকতাম, যক্ষ্মার রোগীরা সেখানে-
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আসতো আর যেতো।
আমার পুরনো প্রেমিকার মতো তাদের বিশ্বাস-
ময়লা নর্দমার বুনো গন্ধ তাদেরকে করে তুলবে-
নিরাময়। যদিও তাদের বিরতিহীন কাশি-
আকাশে এবং অামার স্নায়ুতে করতো হাতুড়ির মতো আঘাত-
আমি কখনো সহাস্যে দেখতাম তাদের কর্মকাণ্ড
কখনও ঘৃণায় এড়িয়ে যেতাম সন্তর্পণে-
কি লাভ, যদি মানুষ হয়ে উঠি কখনও আবার?

দূর থেকে দেখে মনে হতো, কত উৎসব দুনিয়ার-
কখনো রমণীর সাথে বিছানায় শুয়ার নরম তৃপ্তি
কখনো মৃত্যুর কম্বল জড়িয়ে ব্যবসায় আমাদের ভয়-
বাড়ির দেয়ালে লাগানো অমঙ্গল ঠেকানোর কালির দাগ!

আমি এখনও জানি না, কি কারণে আজ আমার চারপাশে-
পোকা মাকড়ের ছোট ছোট পা অতিশয় বিষাক্ত-
জানিনা, আমার গৃহিণীর চোখ ভেজা একটি রাত-
নিদ্রাহীন অভিশাপে কার জন্য উত্তম-
জানিনা, নদীতে স্নান করা কেন পুরুষের জন্য পাপ
বটগাছে লাল কাপড় বেঁধে কার কাছে প্রার্থনা করে তার দুটি হাত!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

বাবুল অাবদুল গফুর বলেছেন: কবিতা মানে নিভৃতে জিবনযাপন!

২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

বাবুল অাবদুল গফুর বলেছেন: কবিতা মানে নিভৃতে জিবনযাপন!

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

বাবুল অাবদুল গফুর বলেছেন: কবিতা মানে নিভৃতে জিবনযাপন!

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

বাবুল অাবদুল গফুর বলেছেন: কবিতা মানে নিভৃতে জিবনযাপন!

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

বাবুল অাবদুল গফুর বলেছেন: কবিতা মানে নিভৃতে জিবনযাপন!

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

বাবুল অাবদুল গফুর বলেছেন: কবিতা মানে নিভৃতে জিবনযাপন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.