![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী
বাবুল আবদুল গফুর
এখন তুমি নারীর মতো শান্ত সৌম-
ইচ্ছে করলেই করতো পারো গভীর গোপন
নিঁখুত কায়দায় খুন করে এক পাড়ার হৃদয়
করতে পারো অন্য মাঠে শস্য রোপণ।
এখন তুমি ইচ্ছে করলে হাসতে পারে-
এক মেঘনা লুকিয়ে জলের দারুণ প্রহার!
ইচ্ছে করলে লুকিয়ে হাতে আগুন পুরুষ
ভালোবাসায় করতো পারো সকল সহার!
এখন তুমি নারীর মতো শান্ত স্নিগ্ধ
ইচ্ছে হলে লাল কাপড়ে আকাশ ঢাক!
ইচ্ছে হলেই সবুজ মাঠে সোনার রোদ্দুর
ইচ্ছে হলেই বাজপাখিটা কাছে ডাক।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১১
অপরিচিত মানব শুণ্য বলেছেন: . ইচ্ছে করলেই করতো পারো গভীর গোপন
নিঁখুত কায়দায় খুন করে এক পাড়ার হৃদয়
করতে পারো অন্য মাঠে শস্য রোপণ।
অসাধারণ....!!! "