![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অাফসোস
বাবুল আবদুল গফুর
শুনেছি, মাস্তুলের বাহুকোণ বন্ধি হাটে দোকান দিয়েছো-
নতুন সওদা এনেছো ভূজপুর থেকে-
তোমার দোকানে থাকে শত শত খদ্দের-
খুব কম দামে বেচে দাও না-কি কাপড়ের দস্তান!
পাড়ার ছেলেরা তোমার প্রশংসা করে-
আমি ক্রমশ হয়ে যাই দুর্বল!
কতটা সস্তায় বেচো জিনিস পত্তর?
খুচরো বেচে না-কি সুরঙিন শেরেওয়ান!
আমি নির্বোধ ছিলাম তবে? কেন চিনিনি-
তোমার ভেতরে আছে মানুষকে সম্মোহিত করার সংগ্রাম-
তোমাকে ছেড়ে যাওয়ার আগে শুধু মনে হতো-
তুমি আর যায় হও, নও মোটামুটি মানুষের সমান!
যখন শুনি, তোমার বেচাবিক্রি ভালো-
অনেক সময় রাতে খোলা রাখো দোকান,
গল্পের তালে তালে মাঝে মাঝে গলা ছাড়ো দরাজে-
বাতাসে ঢেউ তুলে মারফতি গান!
আমি দুর্বল হয়ে যাই, কখনো কখনো মনে হয়-
আমার সংসার, স্বামী, পুত্র সব-
আমার কাছে কেবল জৈবিক চাষাবাদ-
জিবনের জন্য আমি ভালোবেসে অতিসাধারণ-
লোকসান করে ভেঙ্গে ফেললাম আসমান!
©somewhere in net ltd.