![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়াল বেয়ে সন্ধ্যা নামে ধীরে!
........................................
কেউ যদি বলে, দূর হ! তারপর কী হয়?
বর্ষার জলে কাদা মেখে গায়ে- হাঁটে সাপ-
কুলোব্যাঙ- নারিকেল পাতাটি কাঁপে কুৎসিত শীতে!
তাই দেখে দেখে কাটে দিন- আকাশের নীল-
মনে হয়-
আগুনের আঁচে পুড়া পরিত্যক্ত দেয়াল!
মানুষের বুক খালি যায় না কখনও- হেমন্তের ধান কাটা ঘ্রাণে-
নিবিড় হয়ে ভিড়ে পাহাড়ের ঢল-
এইসব ঘৃণায় মফস্বলে ভেসে ভেসে নেমে আসে আখেরাত!
তাড়িয়ে দেওয়ার নির্মম অজুহাতে-
সবজির খেতে পড়ে থাকে থাকে শত শত লাশ!
©somewhere in net ltd.