নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢেউ টলোমল পদ্ম পুকুর

বাবুল অাবদুল গফুর

লেখক, চিত্রশিল্পী ও সরকারি চাকুরিজীবী

বাবুল অাবদুল গফুর › বিস্তারিত পোস্টঃ

প্রবন্ধ

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:০৫

পৃথিবী: ধর্ম ও আমার ভবিষ্যৎ
বাবুল আবদুল গফুর

পৃথিবীর মোট ধর্মের সংখ্যাটা কত জানেন? জানলে অবাক হবেন। Adherents.com এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ধর্মের সংখ্যা প্রায় ৪,৩০০টি। যদিও আরেকটি সমীক্ষায় দেখা যায় ৬০০০ হাজারের কাছাকাছি বর্তমানে জীবিত ধর্মের সংখ্যা।
২০১৩ সনের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর সাত'শ কোটি মানুষের মধ্যে খ্রীস্টান ধর্ম অনুসারী ৩৩%। যার অর্থ হলো মোট জনসংখ্যায় খ্রীস্টান ধর্মালম্বীদের সংখ্যা প্রায় ২০০ কোটি।
২য় অবস্থানে আছে ইসলাম ধর্ম। বিশ্বজুড়ে মুসলমানের সংখ্যা প্রায় ১৫০ কোটি। শতকরায় যা দাড়ায় ২১%।
ধর্মের দিক থেকে তৃতীয় অবস্থান হিন্দু ধর্মের। এর অনুসারীর সংখ্যা ৯০ কোটি। শতাংশের হিসাবে হিন্দু ধর্ম অনুসারী পৃথিবীতে ১৪%। আশ্চর্যজনক হলেও সত্য যে, নাস্তিক, অধর্মীয় বা ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম নয়। পরিসংখ্যান অনুযায়ী এদের সংখ্যা প্রায় ১১০ কোটি। শতাংশ হিসাব করলে প্রায় ১৬ শতাংশ মানুষ।
এছাড়া পৃথিবীতে চীনা ঐতিহ্যগত ধর্মের অনুসারী ৩৯ কোটি ৪০ লাখ, বৌদ্ধ ধর্মালম্বী ৩৭ কোটি ৬০ লাখ এবং আদিম আদিবাসী ধর্মের অনুসারীর সংখ্যা ৩০ কোটি।
কেন ধর্মের কথা তুললাম জানেন? পৃথিবীতে যত কাটাকাটি, মারামারি, হানাহানি, যুদ্ধ-বিদ্রোহ তার অধিকাংশ হলো ধর্মের জন্য। আমি জানি, মানুষকে সুপথে পরিচালিত করার জন্য ধর্ম হলো পরিশোধিত শ্রেষ্ঠ পদ্ধতি। তবু মনে হয় না, লাখ লাখ মানুষ আমরা কোন নির্দিষ্ট পথে নেই, বিভিন্ন উপায়ে আমরা মৃত্যুর মিছিলে শামিল হওয়ার জন্য ভয় আর অন্ধকার দেখে হয়ে গেছি দ্বিধান্বিত! আমাদের বিশ্বাস, আকিদা, জিবন যাপন সব কিছু আলাদা। আমাদের কাছে এ মহাবিশ্বের সৃষ্টিকারীর অস্তিত্বও তাই বিচিত্র। তবু আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে কত কিছুই না করলাম! কত উপায় বের করলাম। আমাদের শেষ রক্ষা হয়নি। চোখ বন্ধ করে কেবল বারবার সত্যি হয়েছে একমাত্র মৃত্যু!
আরেকটি হিসাব লক্ষ্য করুন। পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় ৭৩০ কোটি। মহাদেশভিত্তিক সমীক্ষায় যার হিসাব মোট জনসংখ্যার ৬০ শতাংশ (৪৪০ কোটি) এশিয়ায়, আফ্রিকায় ১৬ শতাংশ (১২০ কোটি), ইউরোপে ১০ শতাংশ (৭৩ দশমিক ৮ কোটি), লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে ৯ শতাংশ (৬৩ দশমিক ৪ কোটি), উত্তর আমেরিকায় ৫ শতাংশ (৩৫ দশমিক ৮ কোটি) এবং ওশেনিয়ায় ৩ দশমিক ৯ কোটি মানুষ বাস করে।
একবার ভাবুন, মোট জনসংখ্যার কোথায় অবস্থান আপনার?কত ক্ষুদ্র?
৭৩০ কোটি মানুষ কিন্তু একদিন ঠিক শেষ হয়ে যাবে, পুরাতনের খোলসে আসবে আবার নতুন জিবন। নতুন বিশ্বাস। আমি আপনি সব সাঙ্গ করে, সবকিছু যথাযথ রেখে একদিন কোথায় চলে যাবো, তার কোন সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। পারবেও না। এই যে স্বার্থ, বিভিন্ন জিবন প্রক্রিয়া, চিন্তা প্রণালী কিছুই কাজে আসবে না। কাজে আসবে না আমাদের সম্পদ, স্ত্রী, সন্তান।
তবু আমাদের অহংকারের শেষ নেই।
হিংসা বিদ্বেষের কমতি নেই।
মনেই থাকে না, কাল হয়তো আমি না থাকলে, ভুলক্রমেও কেউ আমাকে আর মনে রাখবে না।
ভাবলে কেমন, জল গড়িয়ে আসে চোখে। আবার সে জলের নোনতা নোনতা স্বাদও আছে। অদ্ভূত না?
[

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.