![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিযোগ বেঁচে থাকে আজীবন
বাবুল আবদুল গফুর
মিথ্যা? না না, সে আমি বিশ্বাস করতেই পারি না!
তোমার চোখে জমে আছে কাদাময় দুরন্ত ঘৃণা।
আমার রেখে যাওয়া ছিটেফোঁটো এঁটো সহজে
খেতে পারে কোন কাক বৃষ্টিতে আড়ম্বর ভিজে-
আমার বিশ্বাস হয় না, হয় না পায়ের নিচে-
যে ছায়া মৃত শুকায়ে শীর্ণ, ক্ষুধার্ত সে চোখ মিছে!
আমার কি আছে? আছে শার্টে আলকাতরার দাগ
ঝড়ে নিভে যাওয়া কালি মাখা মাটির চেরাগ!
আছে মঙ্গোলিয়ান নেপালি মুখ চ্যাপ্টা থালা-
অফুরন্ত বৃষ্টি নগ্ন আবর্তনহীন একটানা বেলা।
তোমার চোখ তাই ফিরে যায় এতদূর আসার পর-
তোমার চোখে তাই পুরুষ চিরদিন বর্বর!
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৭
বাবুল অাবদুল গফুর বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মোবাইল নং টা যদি দেন কৃতজ্ঞ হবো। পরিচয় হওয়া ভালো।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১১
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা