নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢেউ টলোমল পদ্ম পুকুর

বাবুল অাবদুল গফুর

লেখক, চিত্রশিল্পী ও সরকারি চাকুরিজীবী

বাবুল অাবদুল গফুর › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৬



লেনদেন
বাবুল আবদুল গফুর

-আমি মেয়েটাকে ভালোবাসি।
-কিন্তু সে তো তোর থেকে বয়সে ছোট।
-প্রেমিকা ছোট হলেই মানানসই। সুন্দর।
-অতিরিক্ত ছোট। বয়সের ব্যাপারটা আসল।
- আরে বাদে দে। সেটা আমি বুঝবো। তোকে যা বলেছি সেটা কর।
- আমি বুঝবো না। তোর হিসাব নিয়ে তুই মর।
হনহন করে পিংকি চলে গেলো। শাহেদের কাছে অদ্ভূত লাগলো ব্যাপারটা। কোথায় হেল্প করবে তা না, উল্টা তাকে প্রশ্নবিদ্ধ করলো পিংকি। মেয়েগুলো মনে হয় সব একই ধাঁচে গড়া!
শাহেদের মনে আতঙ্ক মিশ্রিত একধরনের আশা উঁকি দিলো। রাফিজা তাকে কি সত্যি সত্যি ভালোবাসে? হয়তো বাসে। নতুবা সেদিনের ঘটনার রাফিজা পিংকিকে কেন বলতে যাবে, আপু ছেলেটার মাথায় গণ্ডগোল। আমাকে ফাংশনের জন্য টাকা ধার দিলো। ফেরৎ দিতে গেলাম যখন- বললো, ভালোবাসার জন্য কখনও প্রথম উপহার হিসেবে কেউ টাকা দেয় না। আমি দিলাম।
পিংকি উত্তর দেয়নি। বলেছে, ছেলেটা ভালো।
আবার এমনও হতে পারে, রাফিজা আসলেই ধরে নিয়েছে তার মাথায় গণ্ডগোল।
শাহেদের অস্বস্তি হতে লাগলো। পিংকির কাছে সাহায্য চাইলো, সে রাগ করলো উল্টো! ধুর!
২.
পাড়ার কাদিরের সাথে প্রচণ্ড কথা কাটাকাটি হয় শাহেদের। তার দোষ একটাই সে কাদিরের নামে পিংকিকে বদনাম করেছে।
শাহেদ বললো, কাক যে কালো সেটা কি রঙ দেখিয়ে বলতে হবে? সবাই জানে। তোর ব্যাপারে আমাকে কেন বলতে হবে? কে জানেনা তোর সম্পর্কে?
কাদির মাথা ধরে রাখতে পারেনি। শাহেদকে ঘুষি দিলো নাক বরাবর। তার নাক ফেটে মুহুর্তে রক্ত বের হয়ে গেলো।
৩.
বাসায় পিংকি এসেছে। অনুতাপ চোখে বললো, কি দরকার বেয়াদবের সাথে মারামারি করার?
-আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? সেই তো ঘুষি মারলো।
-আমি সব জানি। কিন্তু কি করবো বল, শুয়োরটা ইদানীং বেশি জালাচ্ছে। ভাবছি, বাবাকে বলা দরকার। ওষুধ দিছে ডাক্তার?
-ড্রেসিং করে ব্যথার ওষুধ দিলো মনে হয়।
-ভালো। খাবি। রাফিজা তোর কথা জানতে চাইলো।
শাহেদের মুখ উজ্জ্বল হয়ে উঠলো, কি রকম?
-অন্তত এবার টাকাটা লাগবে কিনা জানতে চাইছে।
শাহেদ মৃদু হাসলো। পিংকি তার চোখের দিকে তাকিয়ে, তোর আসলেই মাথায় গণ্ডগোল। রাফিজা মিথ্যা বলেনি। কেউ টাকা ফেরৎ দিতে চাইলে হাসার কি হলো।
-তুই বুঝলে, কাদিরা আমাকে ঘুষি মারতো না। দূর হ।
পিংকি ঠোঁটে হালকা হাসি মেখে বললো, যাচ্ছি-
পিংকির চলে যাওয়ার পর শাহেদের মনে হলো, এবার রাফিজার টাকাটা ফেরৎ নেয়া দরকার!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১০

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১০

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১০

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

৮| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

৯| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১১

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

১০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১২

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

১১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১২

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেনদেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.