নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢেউ টলোমল পদ্ম পুকুর

বাবুল অাবদুল গফুর

লেখক, চিত্রশিল্পী ও সরকারি চাকুরিজীবী

বাবুল অাবদুল গফুর › বিস্তারিত পোস্টঃ

ঢেউ টলোমল পদ্ম পুকুর

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

খণ্ডকালীন চোখ
বাবুল আবদুল গফুর



পক্ষান্তরে পরাজিত হলেই ভালো হতো
এক উদ্ভট চোখে হেঁটে যেতে যেতে দেখতো বালক
সম্ভ্রম বিক্রি করে মেয়েটি কি অনায়াসে করছে জিবনযাপন।
রুক্ষ্ম মুরুব্বি থুথু ফেলে দলা দলা-
ব্লাউজের ফাঁকে যখন চোখে পড়ে তার কম্পমান স্তন!
তার চোখ দেখে বিভ্রান্ত হতো বালক-
সেখানে যৌবন স্তিমিত বুড়োর দক্ষ চোখ
কিভাবে আড়ালে চুষছে মেয়েটির বালা-
নাকের নিচের লালচে তিলক।
বালক অভিযোগ করতো, নতুবা এড়িয়ে হেঁটে
যেতো বহুপথ প্রান্তর!
কত জনপদ, জরাজীর্ণ বাড়ি, কলাপাতার মোচা বাঁধা
স্বামী পরিত্যক্ত মহিলার-
সাজহীন মুখমণ্ডল দেখে
সে দাঁড়িয়ে যেতো, শুধু মনে হতো বালকের-
এসব দৃশ্য দেখতে বড় ক্লান্তিকর!
তার উদ্বাস্তু চোখ ফিরে এসে জানাতো, তুমি
একান্ত বালক- তোমার সকল সম্ভবপর
আজ বেঁচে নেই বালক, যা মঙ্গল, যা শোভন-
তার সবটুকু কখন পঁচায়েছে মাটিতে গতর!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

বাবুল অাবদুল গফুর বলেছেন: লেখাটি পড়ে মন্তব্য করার অনুরোধ রইলো!

২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

বাবুল অাবদুল গফুর বলেছেন: কবিতা আমার প্রাণ!

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

বাবুল অাবদুল গফুর বলেছেন: চোখ!!!

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

বাবুল অাবদুল গফুর বলেছেন: চোখ!!!

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭

অপরিচিত মানব শুণ্য বলেছেন: পক্ষান্তরে পরাজিত হলেই ভালো হতো

অসাধারণ....
বিশেষ করে শুরুটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.