![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরাজয়
বাবুল আবদুল গফুর
আমি কাঁধের ব্যাগটা খাটে রেখে বললাম,
যাওয়া হবে না, আমার-
প্রচণ্ড তৃষ্ণায় চৌচির মনে হলো মায়ের মুখ
বলিস কি? যেতে হবে- যা।
যখন মন খারাপ হবে, চলে আসিস-
আমি মায়ের মুখের দিকে তাকালাম।
কি অনায়াসে সে নিষ্ঠুর হয়ে বলছে।
তার চোখ উজ্জ্বল মুখ দেখে মনে হলো
আমার প্রস্থানের জন্য মা প্রস্তুত বরাবর
অথচ আমি কেবল ভেবে মরি একা
মা আমার প্রতি ভয়ংকর দুর্বল।
একটাই ছেলে বলে, সমস্ত আবদার আমার
টিকে যেতো যেকোন ছুতোয়।
আজ সে আমি পরাজিত হয়ে দেখলাম
যাওয়ার ইঙ্গিতে ভরা মায়ের মুখ থুথুয়।
(যদিও মায়ের রূপকে কঠোরভাবে ব্যাখ্যা করেছি, কিন্তু তার উল্টো পিঠে মায়ের অকৃত্রিম ভালোবাসা অংকিত আছে। মা চায়, আমি বড় হই। সে জন্য তার আঁচল হতে আমাকে নিঃস্বার্থভাবে ছেড়ে দিতে মায়ের বুক কাঁপলো না।)
©somewhere in net ltd.