![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাইফ এক্সপেক্টেন্সি!
বাবুল আবদুল গফুর
'ডোন্ট ওরি! আবার হবে দেখা'
চাটাইয়ে বসে অবিকল মানুষ তিনি
রাগান্বিত চোখ তার প্রচণ্ড একা!
তাকে চিনি আমি, গ্রন্থিল চোখ-
ধাতস্থ মুখমণ্ডলে পরিস্কার রেখা
প্রশস্ত পাটাতন দীর্ঘ তার বুক!
'কখন হবে?' জানতে চাইলাম আমি
কাজের লম্বা তালিকা তার হাতে,
'কাজের পর, কাজ খুব দামি!'
শরৎ এসেছে, ফাগুন, ঘুরে ঘুরে শেষ শীত!
দেখা হয় না, হেমন্তকে আর চৈত্রের বিপরীত!
Life expectancy
মানুষ কোনদিন নিজেকে সময় দিতে পারে না।
©somewhere in net ltd.