![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘন বর্ষা
বাবুল আবদুল গফুর
ঝরিছে উদাম বর্ষার সুঠাম
নিনাদে বিকশ বারি-
গেহ দূরদেশ অনিঃশেষ শেষ
আসিছে মুলুক ছাড়ি!
হাতে ভুলে এক ধারালো আবেগ
বসিনু দাওয়ায় আজ
বুকে লুটপাট জল বাট ঘাট
ফেলিনু সকল কাজ!
গগণে সঘন ভুলিছে লগন
খেলিছে মাতম খেলা
আঁধারে ভরপুর আজিকে দুপুর
ধূসর দোসর বেলা!
©somewhere in net ltd.