![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনধিকার
বাবুল আবদুল গফুর
বছর দুয়েক আগে, তোমার সাথে আমার হঠাৎ দেখা
সন্ধ্যা দুয়ার আলগা করে দাঁড়িয়ে ছিলে একা
বললে, তুমি কখন এলে- কোথায় ছিলে? বলো!
জোয়ার ভাটার কঠিন চালে অশ্রু চ্ছল চ্ছল!
হাত উঁচিয়ে দেখিয়ে দিলাম, দূরের চতুর তারা-
অস্তগামী আলোর রেখায় ফিরে যাওয়ার তাড়া
‘ওখান আমার বসত-ভিটে, রাত হলেই হই বা’র-
দেখতে আসি তোমার চোখে অনধিকার কার!’
©somewhere in net ltd.