![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঊর্মি
বাবুল আবদুল গফুর
সাপের মতো ফনা তুলে-
লেজ গুঁছিয়ে, লেজ উঁচিয়ে-
আসছে তেড়ে কিনার কূলে
লেজ উঁচিয়ে, লেজ গুঁছিয়ে
অতল পাথার শূন্য করে-
ঊর্মিমালা!
হাতের তালুয় নিয়ে দেখি
তার দু'হাতে কাঁচের বালা!
ভেজা গায়ে, ভেজা পায়ে
ভেজা কাপড় লম্বা গায়ে-
অশ্রু চ্ছল চ্ছল!
অতল পাথার দেখিয়ে বলি-
কোথায় বাড়ি বল্?
©somewhere in net ltd.