![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দামি
বাবুল আবদুল গফুর
অনেকটা পথ অনেকটা গৎ
বেয়ে।
তোমায় আমার মনে হলো
দামি আমার
চেয়ে।
কূল বেঁধেছি ভুল খেয়াতে
চুল বেঁধেছি ফুল কেয়াতে
যেয়ে।
অনেকটা পথ অনেকটা গৎ
বেয়ে।
জোয়ার খেলে দুয়ার মেলে
সাগর আসে ধেয়ে-
আসার বেলায় আশার ভেলায়
আমায় কাছে পেয়ে-
ভাসায় ডোবায়
ডোবায় ভাসায়
নেয়ে।
অনেকটা পথ অনেকটা গৎ
বেয়ে।
তোমার কাছে হলেম আমি দামি তোমার
চেয়ে!
©somewhere in net ltd.