![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোক
বাবুল আবদুল গফুর
'সে ভালো- আমি যতদূর জানি।'
শফিকের চোখে ক্ষুধাতুর পানি।
'একদিন নির্মেঘ আকাশে যখন
পরিচ্ছন্ন নীলে সংগোপন
জগতের সমস্ত মায়া, স্নেহ, প্রীতি-
অমাবশ্যায় ঘনায়মান গুমোট তিথি
আমাদের পরিচয় হয়-
তার হাসিতে অক্ষয়
সাহস, আমাকে আকৃষ্ট করে-
সেই কবে তুলেছিলাম তাকে ঘরে!
সেই থেকে তাকে জানি-'
শফিকের চোখে ক্ষুধাতুর পানি।
©somewhere in net ltd.