![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগি ছেলে
বাবুল আবদুল গফুর
ভীষণ রাগি ছেলে
দিন কেটে যায়
সারাটি দিন খেলে।
নেই স্কুল- পড়ালেখা
খেলবে তাও একা একা
করলে মানা শুনবে না!
বেগুন পাতার ফাঁকে ফাঁকে
টুনটুনিটা জড়িয়ে থাকে-
তার পিছনে ছুটবে না।
জলার জলে খেলছে মাছ
পাতা ফড়িং করছে নাচ
তাদের শরীর লুটবে না।
বোশেখ রোদে কাঁপছে মাঠ
শরীর পুড়ে কাঁদছে ঘাট
তার দু'চোখে কুটবে না।
ফুলগুলো যে শুঁকছে ধূলা
ক্ষেতির পিঠে শাদা মূলা
তার জন্য সে জুটবে না।
রাত হলে হোক জোনাক জ্বলে
থোকায় থোকায় ঝোঁপে খেলে
আড়াল হতে-
তার শিয়রে খুনবে না-
নিজের খেয়াল গুছিয়ে একা
কারও কথা শুনবে না!
©somewhere in net ltd.