![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইলে পারতাম বেঁধে রাখতে তোমার আজিবন
বাবুল আবদুল গফুর
চাইলে আমিও পরতাম, শামুকের মতো-
পেশল পায়ে পিছলে চলতে অনন্ত জলে-
ধানক্ষেতের আগাগোড়া নগ্ন ঢেউয়ে-
পারতাম ফুসফুসে কুড়াতে বেঁচে থাকার-
বিশুদ্ধ শোধানো শ্বাস।
কর্ষিকায় বেঁধে পারতাম চাইলে, সাগরে-
করতে দেহ লেনদেন-
খোলসে গেঁথে রেখে দেওয়া যেতো তোমার অবিশ্বাস।
কিন্তু আমার ধারালো ছুরি, কাঁচি ও ব্লেডে-
সূক্ষ্ম তীক্ষ্ম সুঁচের মাথায়
নিয়ত হাঁটা-চলন,
পুকুরে, ডোবায়, সমুদ্র পল্লীতে ডুবে থাকা ঘাসে-
রক্ত ও শ্রাবে
খুব ভালোই কাটছে এখন।
চুপচাপ একা, একান্ত সীমায়-
তোমাকে দূরে রেখে আজ আমার-
সীমাহীন সুখে নিভৃতে জিবন যাপন!
©somewhere in net ltd.