![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিটোহুই
বাবুল আবদুল গফুর
কত বার অজ্ঞান হয়েছি- মনে নেই-
যদি জেগে উঠি কখনও- সামনে প্রসারিত
সবকিছু গুজগাছ করে বলে, তোমার জন্যই-
আমাদের অপেক্ষা, ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়েই-
তারপর উঠেছো, তোমার ঘুমে আমরাও হয়েছি বিখণ্ড!
পিটোহুই পাখিটির পাখার বিষাক্ত স্নায়ু খুনি-
রেশ আমাকে আবার করে তুলে অবশ-
চোখের পলকে ভেসে বেড়ায় আকাশে
অজ্ঞান মেঘ, অজ্ঞান নীল-
ঘুমের ঘোরে দেখি- একসময় আকাশও অজ্ঞান হয়ে
পড়ে থাকে ক্ষেতে, নক্ষত্রে-
শুধু পিটোহুই পাখিটি সম্ভ্রমের লজ্জ্বায় সচেতন
জেগে থাকে রাতের গুরুত্বে!
©somewhere in net ltd.